পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের মাটি খুবই উর্বর। এখানে সোনা ফলে। একই সঙ্গে পরগাছাও ফলে। পরগাছার বিষয়টি অনেক সময় দেখা যায়, ফসল থেকে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। অনেকেই এই পরগাছা হয়ে আছেন, বাইরে থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে পেছন থেকে খামচে ধরতে চান, এখন বোধ হয় সময় এসেছে এগুলোকে (তাদের) অ্যাকাউন্টিবিলিটিতে (জবাবদিহি) নিয়ে আসার। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলাদেশ স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. বেনজীর বলেন, বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আজকে এই ৫০ বছরে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েট করেছে। আমরা শিগগিরই মধ্যম আয়ের দেশ হিসেবে গ্র্যাজুয়েট করব। সব ষড়যন্ত্রের শিকল ভেঙে, বিশেষ করে দেশের মধ্যে থাকা পরগাছাদের শিকল ভেঙে, সেটি সম্ভব। তিনি বলেন, বাঙালি দেশপ্রেমী জাতি। দেশের জন্য বাঙালি যতবার ঐক্যবদ্ধ হয়েছে, ততবার বিজয় ছিনিয়ে এনেছে। আমার কোনো সন্দেহ নেই, দিন শেষে এ জাতি বিজয়ী হবে। আগে দারিদ্র্যকে মানুষ নিয়তি হিসেবে মেনে নিত। মানুষের গড় আয়ু ছিল ৪০-৫০ বছর। এ রকম একটা দেশকে বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গরিবের হার ছিল ৮০ ভাগ। ২০০৯ সালে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে, তখন দারিদ্র্যের হার ছিল ৪৭ ভাগ। এখন দারিদ্র্যের হার ২০ ভাগ। চরম দারিদ্র্যের নিচে বসবাস করে মাত্র ৯ ভাগ মানুষ। আজ আমরা দক্ষিণ এশিয়ার অনেক দেশকে উন্নয়ন ও সামাজিক অনেক সূচকে পেছনে ফেলে দিয়েছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। বক্তব্য দেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
বিদেশ থেকে টাকা এনে ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর