পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের মাটি খুবই উর্বর। এখানে সোনা ফলে। একই সঙ্গে পরগাছাও ফলে। পরগাছার বিষয়টি অনেক সময় দেখা যায়, ফসল থেকে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। অনেকেই এই পরগাছা হয়ে আছেন, বাইরে থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে পেছন থেকে খামচে ধরতে চান, এখন বোধ হয় সময় এসেছে এগুলোকে (তাদের) অ্যাকাউন্টিবিলিটিতে (জবাবদিহি) নিয়ে আসার। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলাদেশ স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. বেনজীর বলেন, বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আজকে এই ৫০ বছরে উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েট করেছে। আমরা শিগগিরই মধ্যম আয়ের দেশ হিসেবে গ্র্যাজুয়েট করব। সব ষড়যন্ত্রের শিকল ভেঙে, বিশেষ করে দেশের মধ্যে থাকা পরগাছাদের শিকল ভেঙে, সেটি সম্ভব। তিনি বলেন, বাঙালি দেশপ্রেমী জাতি। দেশের জন্য বাঙালি যতবার ঐক্যবদ্ধ হয়েছে, ততবার বিজয় ছিনিয়ে এনেছে। আমার কোনো সন্দেহ নেই, দিন শেষে এ জাতি বিজয়ী হবে। আগে দারিদ্র্যকে মানুষ নিয়তি হিসেবে মেনে নিত। মানুষের গড় আয়ু ছিল ৪০-৫০ বছর। এ রকম একটা দেশকে বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের গরিবের হার ছিল ৮০ ভাগ। ২০০৯ সালে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে, তখন দারিদ্র্যের হার ছিল ৪৭ ভাগ। এখন দারিদ্র্যের হার ২০ ভাগ। চরম দারিদ্র্যের নিচে বসবাস করে মাত্র ৯ ভাগ মানুষ। আজ আমরা দক্ষিণ এশিয়ার অনেক দেশকে উন্নয়ন ও সামাজিক অনেক সূচকে পেছনে ফেলে দিয়েছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। বক্তব্য দেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
বিদেশ থেকে টাকা এনে ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর