শিরোনাম
শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিপিএল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ- এ পাঁচ ক্রিকেটারকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের পঞ্চম পান্ডব। মাশরাফি ছাড়া বাকি চারজন এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পাঁচ ক্রিকেটারই আজ শুরু বিপিএলে খেলবেন। মাশরাফি, মাহমুদুল্লাহ ও তামিম মিনিস্টার গ্রুপ ঢাকায়। ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মাহমুদুল্লাহদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দলটির নেতৃত্বে পঞ্চম পান্ডবের এক সদস্য মুশফিকুর রহিম। দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের প্রতিপক্ষ তরুণ মেহেদী মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক বিপিএলের গেল মৌসুমে খেলেননি। এবার খেলবেন বলে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য দলগত অনুশীলন শুরু হতেই ইনজুরিতে পড়লেন। তাই শুরু থেকে খেলতে পারবেন না মাশরাফি। ঢাকার অধিনায়ক বোলার মাশরাফিকে মিস করবেন জানিয়েছেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। কিন্তু প্রথম দুই ম্যাচে উনাকে হয়তো পাব না আমরা। তবে আমি আশাবাদী, তৃতীয় ম্যাচ থেকে উনাকে পাওয়া যাবে।’ ঢাকায় দেশি তারকাদের মধ্যে রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ নাঈম, এবাদত হোসেন, বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, মোহাম্মদ শাহজাদার মতো তারকা ক্রিকেটার। মুশফিকের খুলনায়ও তারকা ক্রিকেটারের অভাব নেই। মেহেদী হাসান, সৌম্য সরকার, ইয়াসির আলী, রনি তালুকদার. থিসারা পেরেরা, প্রসন্নরা রয়েছেন। সন্ধ্যার খেলাটি নিঃসন্দেহে জমাটি হবে। বিপিএল শুরু হবে সাকিবের ফরচুন বরিশাল ও মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে। সাকিবের দলে বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও রয়েছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ছাড়াও সোহান, তাইজুলদের মতো ক্রিকেটার। মিরাজের দলে রয়েছেন শরিফুল ইসলাম, সাব্বির রহমান, নাঈম ইসলাম, বেনি হাওয়েল, চ্যাডউইক ওয়ালটনদের মতো তারকা ক্রিকেটার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর