মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ- এ পাঁচ ক্রিকেটারকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের পঞ্চম পান্ডব। মাশরাফি ছাড়া বাকি চারজন এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। পাঁচ ক্রিকেটারই আজ শুরু বিপিএলে খেলবেন। মাশরাফি, মাহমুদুল্লাহ ও তামিম মিনিস্টার গ্রুপ ঢাকায়। ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মাহমুদুল্লাহদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দলটির নেতৃত্বে পঞ্চম পান্ডবের এক সদস্য মুশফিকুর রহিম। দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের প্রতিপক্ষ তরুণ মেহেদী মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক বিপিএলের গেল মৌসুমে খেলেননি। এবার খেলবেন বলে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য দলগত অনুশীলন শুরু হতেই ইনজুরিতে পড়লেন। তাই শুরু থেকে খেলতে পারবেন না মাশরাফি। ঢাকার অধিনায়ক বোলার মাশরাফিকে মিস করবেন জানিয়েছেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। কিন্তু প্রথম দুই ম্যাচে উনাকে হয়তো পাব না আমরা। তবে আমি আশাবাদী, তৃতীয় ম্যাচ থেকে উনাকে পাওয়া যাবে।’ ঢাকায় দেশি তারকাদের মধ্যে রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ নাঈম, এবাদত হোসেন, বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, মোহাম্মদ শাহজাদার মতো তারকা ক্রিকেটার। মুশফিকের খুলনায়ও তারকা ক্রিকেটারের অভাব নেই। মেহেদী হাসান, সৌম্য সরকার, ইয়াসির আলী, রনি তালুকদার. থিসারা পেরেরা, প্রসন্নরা রয়েছেন। সন্ধ্যার খেলাটি নিঃসন্দেহে জমাটি হবে। বিপিএল শুরু হবে সাকিবের ফরচুন বরিশাল ও মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে। সাকিবের দলে বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও রয়েছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ছাড়াও সোহান, তাইজুলদের মতো ক্রিকেটার। মিরাজের দলে রয়েছেন শরিফুল ইসলাম, সাব্বির রহমান, নাঈম ইসলাম, বেনি হাওয়েল, চ্যাডউইক ওয়ালটনদের মতো তারকা ক্রিকেটার।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
বিপিএল শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর