শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফোন পেয়ে বের হয়ে তিন মাসেও খোঁজ মেলেনি কামালের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মো. কামাল হোসেন নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। গত তিন মাসেও তার খোঁজ মেলেনি। পুলিশ বলছে, কামালের খোঁজ পেতে আপ্রাণ চেষ্টা চলছে। জিডি সূত্রে জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর কামরাঙ্গীরচরের খোলামোড়া এলাকা থেকে নিখোঁজ হন কামাল। অনেক খোঁজ করেও তাকে না পেয়ে ১৪ নভেম্বর কামরাঙ্গীরচর থানায় জিডি করেন তার বড় ভাই মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, কামালের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার চামটায়। তিনি গ্রামে কৃষি কাজ করেন। স্ত্রী ও ছয় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক কামাল। ৬ নভেম্বর গ্রামের বাড়ি থেকে ঢাকার নবাবগঞ্জ থানার রনি মার্কেট এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন। তিন দিন পর ৮ নভেম্বর একজনের ফোন পেয়ে তিনি কামরাঙ্গীরচরের খোলামোড়া এলাকায় যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তিন মাসেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন। এ ব্যাপারে ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, কামালের সন্ধান পেতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি শরীয়তপুর এলাকার একটি ধর্ষণ মামলার আসামি কামাল। গতকাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর