শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ২৪ ঘণ্টা ফ্লাইট চলবে আগামীকাল থেকে

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত ১০ ডিসেম্বর থেকে রাতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কাজ শেষ করতে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে। ফলে আগামীকাল ১ মে থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট চালু করতে নোটাম জারি করা হয়েছে।

এর আগে বেবিচক জানিয়েছিল, ‘২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য রাতে বন্ধ রাখা হচ্ছে বিমান চলাচল।’ এদিকে রাতে ফ্লাইট বন্ধের ফলে দিনে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিমানবন্দরে যাত্রীসেবা বিঘ্ন হওয়ার পাশাপাশি নানা রকম ভোগান্তি তৈরি হয়। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলোকে।

সর্বশেষ খবর