মোবাইল ফোন ব্যবহারে ধরা পড়ার আশঙ্কায় নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যম পরিবর্তন করেছে অপরাধীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতো করে তারাও ওয়াকিটকি ব্যবহার করছে। এভাবেই তারা অবৈধভাবে কেনা ওয়াকিটকি ব্যবহার করে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করছে। আর এতে তাদের গ্রেফতার করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এসব ওয়াকিটকি যারা দেশে বিক্রি করে সে চক্রটিকে শনাক্ত করেছে র্যাব। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এর আগে রবিবার র্যাব-৩ ও বিটিআরসির যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের হোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- অবৈধভাবে ওয়াকিটকি বিক্রয়কারী অলেফিল ট্রেড করপোরেশনের মালিক আবদুল্লাহ আল সাব্বির (৩৩) ও তার সহযোগী আল মামুন (২৭)। এ পর্যন্ত তারা ২ হাজারের বেশি ওয়াকিটকি বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে বিক্রি করেছেন। রাজধানীর মোহাম্মদপুর ও গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে ১৬৮টি ওয়াকিটকি সেট, ওয়াকিটকি সেটের ব্যাটারি ৩৫টি, চার্জার ৩২টি, অ্যান্টেনা ৬৩টি, মাউথ স্পিকার ৬টি ও ৬টি ব্যাক ক্লিপ জব্দ করা হয়। এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি ব্যবহার করে রিপিটার ছাড়া অর্ধকিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া বহুতল ভবনের মধ্যে ওপরতলা থেকে নিচতলায় যোগাযোগ করা সম্ভব। এসব ওয়াকিটকির দাম ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। সংবাদ সম্মেলনে লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় দেশের প্রচলিত আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে অপরাধীদের কাছে কালো রঙের ওয়াকিটকি সেট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে। কিন্তু বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কালো রঙের ওয়াকিটকি সেট ব্যবহার দণ্ডনীয় অপরাধ। দেশের সাধারণ মানুষ ওয়াকিটকি বহনকারী ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করে। এ সুযোগ কাজে লাগিয়ে ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, রোড ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ গুরুতর অপরাধ করে আসছে। এতে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকৃত সদস্যরা যখন সাদা পোশাকে দায়িত্ব পালনে যাচ্ছেন তখন জনসাধারণ তাদের ভুয়া ভাবছে। ফলে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।
শিরোনাম
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা