বান্দরবানে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বান্দরবান সদরের বালাঘাটায় নিজ বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (১৮)। শনিবার সকালে বান্দরবান সদরের বালাঘাটা এলাকার পূর্ব মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি চড়ুইপাড়া এলাকায়। তিনি বছরখানেক আগে পরিবারের অসম্মতিতে বালাঘাটার রুবি আক্তারকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী পূর্ব মুসলিমপাড়ায় থাকতেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালাঘাটা এলাকার পূর্ব মুসলিমপাড়ার নিজ বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা- ময়নাতদন্তের পর জানা যাবে।