সাভার পৌর এলাকার আনন্দপুরের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে এ লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার আনন্দপুরের একটি কালভার্টের কাছে সড়কের পাশেই হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতের আঁধারে লাশটি ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। অন্যদিকে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।