শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে এক দিন বন্ধ শিল্পকারখানা

নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে আলাদা দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকাভিত্তিক এ ছুটির দিন বহাল থাকবে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শিল্পকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

শিল্পকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে সারা দেশে শিল্পপ্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে সম্প্রতি ব্যবসায়ী-শিল্প মালিকদের সঙ্গে সম্প্রতি এক সভায় শিল্পাঞ্চলে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহ অঞ্চলের আওতায় থাকা চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকার মৌচাক থেকে সাভার, আড়ালিয়া থেকে রেডিও সাভার, কলাতিয়া, কেরানীগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর, সালনা, কাপাসিয়া, আমরাইদ, টোক, সিংহশ্রী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, ফরিদপুরের নির্দিষ্ট এলাকায় শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। এর মধ্যে কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ করে ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকো। একইভাবে সপ্তাহের প্রতিদিনই রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের কোনো না কোনো অঞ্চলের শিল্পকারখানা বন্ধ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, জ্বালানি সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং চলছে। এভাবে সাপ্তাহিক ছুটির পুনর্বিন্যাসে দিনে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে আশা করছে বিদ্যুৎ কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর