শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পরপর তিন গুলি লাগল না একটিও

নিউইয়র্কে বাংলাদেশি ট্রাফিক এজেন্টের ওপর হামলা, আটক ১

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বাংলাদেশি ট্রাফিক এজেন্ট মোহাম্মদ ফারুক হোসেনকে (৩৫) লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি করে সশস্ত্র দুর্বৃত্ত। নিজ দক্ষতায় প্রাণে রক্ষা পান তিনি। আটক করা হয়েছে বন্দুকধারীকে। ১৭ আগস্ট বুধবার বিকালে এ ঘটনা ঘটে। কী কারণে ফারুককে গুলি করা হলো, তা বের করতে পুলিশ গ্রেফতার দুর্বৃত্তকে জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া ট্রাফিক ইউনিয়ন-সিডব্লিউ লোকাল-১১৮২-এর পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কর্তব্যরত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্ক পুলিশে ৩ হাজারের মতো ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের প্রায় ১ হাজার জনই হলেন বাংলাদেশি। ঝিনাইদহের সন্তান ফারুক চার মাস আগে ঢুকেছেন এই চাকরিতে। তার স্ত্রী এবং একপুত্র ও এক কন্যা বাংলাদেশে বাস করছেন।  জানা গেছে, সশস্ত্র দুর্বৃত্তের তাক করা ৩ রাউন্ড গুলির একটিও বিদ্ধ হয়নি ফারুক হোসেনের শরীরে। প্রথম গুলির শব্দ শুনেই তিনি নিউইয়র্ক সিটির ম্যানহাটানের ব্যস্ততম স্ট্রিটে শুয়ে পড়েন। দ্বিতীয় গুলি তার পায়ের কাছ দিয়ে চলে যায়। তৃতীয় গুলি কাছে আসার আগেই দৌড়ে নিউইয়র্ক পুলিশের গাড়ির কাছে যান। সেই গুলি বিদ্ধ হয় রাস্তার পার্শ্ববর্তী গাছে। বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে লেক্সিংটন এভিনিউ এবং ১১২ স্ট্রিটে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণের ঘটনায় পথচারীরাও হতবাক। কেউ ভেবেছেন হয়তো সিনেমার শুটিং চলছে। কারণ, এই এজেন্ট সে সময় কোনো গাড়িতে জরিমানার টিকিট দেননি। তিনি ইন্টারসেকশনে রাস্তার জ্যাম কমানোর কাজে ব্যস্ত ছিলেন। গুলিবর্ষণের সংবাদ পেয়েই আশপাশের টহল পুলিশ সেখানে জড়ো হয় এবং ঘণ্টাখানেকের মধ্যেই বন্দুকধারী দৃর্বৃত্তকে পাকড়াও করতে সক্ষম হয় বলে এ প্রতিবেদককে জানান ভীত-সন্ত্রস্ত ট্রাফিক এজেন্ট ফারুক হোসেন। বেআইনিভাবে পার্ক করার জন্য অনেকের গাড়িতে জরিমানার টিকিট দিয়েছেন কিন্তু কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি। কোনো টিকিট ইস্যু না করেও এমনভাবে আক্রান্ত কেন হলেন তা ভেবে পাচ্ছেন না। তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি  ছোড়ায় ধারণা করা হচ্ছে- তাকে টার্গেট করেই আক্রমণ করা হয়েছিল।

সর্বশেষ খবর