লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘আর দেরি না করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে মধ্যবর্তী সরকার গঠন শেষে দেশ ছাড়ুন। আওয়ামী লীগের কাউকে দিয়ে নয়, এই মধ্যবর্তী সরকার গঠন করতে হবে ন্যায়-নিষ্ঠাবান, সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিকদের নিয়ে।’ গতকাল দুপুরে রাজধানীর ডিওএইচএসের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. অলি বলেন, ‘আওয়ামী লীগের দিন শেষ হয়ে আসছে। এটা বুঝতে পেরে শত শত নেতা আমেরিকা পালিয়েছে। এখন নেতারা সেখানে বৈধ হতে এলডিপির সদস্য হয়ে সার্টিফিকেট নিতে হুমড়ি খেয়ে পড়ছেন। তারা প্রতিনিয়ত এলডিপিতে যোগ দিতে বিভিন্নভাবে তদবির চালাচ্ছেন। এ ছাড়া কিছু দুষ্কৃতকারী বিদেশে পালানোর পাঁয়তারা করছে। এর মধ্যে বেশকিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। যারা ২০১৮ সালের নির্বাচনে ব্যালট পেপার কেটে বাক্স ভর্তি করার মাধ্যমে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করেছে।’ অলি আহমদ বলেন, জনগণ আজ অতিষ্ঠ ও দুর্বিসহ জীবনযাপন করছে। সরকারের লোকেরা ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান সম্প্রতি একাধিক সভায় বলেছেন, বিএনপির সাবেক দুই নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে উল্লেখ করে সাবেক এ যোগাযোগমন্ত্রী বলেন, বিগত ১৩ বছরেও বিকল্প ধারার প্রেসিডেন্ট ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আমার দেখা হয়নি। এমনকি টেলিফোনেও আলাপ হয়নি। তার সঙ্গে আমাকে জড়িয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের এমন বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং দূরভিসন্ধিমূলক। এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আশা করিনি। তিনি বলেন, ‘সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রাপ্তি শূন্য। এ ছাড়া আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের আমদানির যে চুক্তি হয়েছ তা দেশের জন্য ভয়ংকর ক্ষতিকারক।’ তিনি বলেন, ‘ভারত শুধু আমাদের কাছ থেকে নেবে, আর কিছুই দেবে না এটা হয় না। একতরফা বন্ধুত্ব বেশি দিন টিকে না।’
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল