মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকের জোগানদাতা ও চাহিদাসহ সব খাত নিয়েই কাজ করছে সরকার। সবাই সচেতন না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাদকের চাহিদা হ্রাসে মিডিয়াসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সব জেলায়ই মাদক নিয়ন্ত্রণে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। দুই এক জায়গায় পুলিশও মাদক আসামির বিচারের সময় ইয়াবার জায়গায় পাউডার দিয়ে দেয়। তবে এসব নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বর্ডারে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত হলেও তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল নেই। পুলিশসহ যারাই মাদক সরবরাহ করবে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হচ্ছে। পুলিশের ডোপ টেস্ট করা হচ্ছে। যারা মাদক সেবন করেন তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। সরকারি চাকরির জন্য সর্বত্র ডোপ টেস্টের ব্যবস্থা করছে সরকার।

অনুষ্ঠানে অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যাপক অরূপ রতন চৌধুরী, চিকিৎসক এমদাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর