বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচনের আগে সব ভোটারের ১০ আঙুলের ছাপ নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ইভিএমে আঙুলের ছাপ মেলার সমস্যা দূর করতে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সব ভোটারের ১০ আঙুলের ছাপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গতকাল নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১১ কোটি ৩৩ লাখের মতো। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার কাজও চলমান রয়েছে। এরই মধ্যে দেশের ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইভিএমে কুমিল্লা সিটি করপোরেশন ভোট নেওয়ার মধ্যে আঙুলের ছাপ মেলানো নিয়ে অনেক ভোটারকে বেশ জটিলতায় পড়তে হয়েছে। সামনে গাইবান্ধা ও ফরিদপুর উপনির্বাচন রয়েছে। বছরের শেষে রংপুর সিটিসহ আগামী বছর স্থানীয় সরকারের আরও সিটি ভোট রয়েছে। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সামনে যেসব নির্বাচন রয়েছে ভোটের আগেই সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ১০ আঙুলের ছাপ নিয়ে নিচ্ছি। নির্ধারিত রেজিস্ট্রেশন বা প্রতিষ্ঠান ঠিক করে দেওয়া হবে, সেখানে এসে ভোটাররা বায়োমেট্রিক দেবে।

গাইবান্ধা ও ফরিদপুরে কার্ড ইতোমধ্যে মাঠে রয়েছে। বায়োমেট্রিক নিয়ে নেবে এখন। সঙ্গে স্মার্টকার্ড দেব।’ এ নির্বাচন কমিশনারের মতে, ১০ আঙুলের ছাপ থাকলে এক আঙুল না এক আঙুল মিলবেই। মোট ভোটারের ৫ কোটির মতো হয়ে গেছে (স্মার্টকার্ড বিতরণ)। সামনে (নির্ধারিত সময়ের আগে) রংপুরে সাকসেস হব, ফরিদপুরে একটু চ্যালেঞ্জ হবে। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘আগামী এক বছরের মধ্যে সবার কার্ড দিতে পারব আশা করি। নির্বাচনের আগে আমাদের টার্গেট হলো- ১০ আঙুলের ছাপ নিয়ে নেব। ইতোমধ্যে সচিব ও এনআইডি ডিজি বলেও দিয়েছেন। যাতে আঙুলের ছাপ নিয়ে ঝামেলা না হয়।’ ভোট কেন্দ্রে আঙুলের ছাপ না মিললে প্রিসাইডিং কর্মকর্তা ভোটারের পরিচিতি শনাক্ত করে কেন্দ্রের ১% ভোটারের বিষয়ে অনুমতির বিধানেরও প্রয়োজন থাকবে না বলে মনে করেন এ নির্বাচন কমিশন। ‘১% যেটা আছে তাও যেন ব্যবহার করতে না হয়। আমাদের টার্গেট হলো- সবাইকে এনআইডি কার্ড বা স্মার্ট দিয়ে দেব। স্মার্টকার্ড দিতে পারি বা না পারি ১০ আঙুলের ছাপ নিয়ে নেব। সম্ভব হলে স্মার্টকার্ড যতখানি পারি দিয়ে দেব।’

 

সর্বশেষ খবর