হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর অভিযোগে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের ২৩০টি হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব হিসাবে গ্রাহক টাকা জমা দিতে কিংবা এ থেকে টাকা তুলতে পারবেন না। তবে ভবিষ্যতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতিশ্রুতি দিলে হিসাবগুলো খুলে দেওয়া হবে। হুন্ডি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রেমিট্যান্স পাঠাতে হুন্ডির ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে বিকাশ, রকেট, নগদসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানকে গত বুধবার এ-সংক্রান্ত চিঠি দেয় বিএফআইইউ। এদিকে হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারির কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, ‘হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারিসহ নানামুখী পদক্ষেপের কারণে আগামী জানুয়ারি মাস থেকে ডলার সংকট থাকবে না। ’তিনি বলেন, দেশে বর্তমানেও ডলারের কোনো সংকট নেই। তবে দেশে আন্ডার ইনভয়েসিং (কম মূল্য দেখানো) এবং ওভার ইনভয়েসিং (বেশি মূল্য দেখানো) করে পণ্য আমদানি ও রপ্তানি ঠেকাতে আমরা সতর্ক অবস্থান নিয়েছি।’ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
হুন্ডিতে রেমিট্যান্স, বিকাশ-রকেট ও নগদের ২৩০ হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর