সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেসিদের এবার পোল্যান্ড পরীক্ষা

মেক্সিকোকে হারিয়ে উজ্জীবিত আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

মেসিদের এবার পোল্যান্ড পরীক্ষা

সৌদি আরবের কাছে লিওনেল মেসির আর্জেন্টিনার হার ছিল অপ্রত্যাশিত। ওই হারের পর আকাশসমান চাপে পড়ে গিয়েছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই চাপ থেকে মুক্তি খুঁজছিলেন মেসিরা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল গিরিখাঁদে আটকে পড়া দলটির বাঁচার শেষ আশা। মেসি ও ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা ২-০ জয় তুলে মাঠ ছাড়ে। ওই জয়ে আলবিসেলেস্তারা হাঁফ ছেড়ে বাঁচেন। এখন স্বপ্ন দেখছেন নকআউট পর্বে খেলার। গ্রুপ পর্ব টপকে সুপার সিক্সটিনে খেলতে ৩০ নভেম্বর হারাতেই হবে পোল্যান্ডকে। জয়ের কোনো বিকল্প পথ খোলা নেই মেসিদের। কারণ পোল্যান্ডের পয়েন্ট ২ ম্যাচে ৪। সৌদি আরবের পয়েন্ট ৩ ও মেক্সিকোর পয়েন্ট ১। সৌদি আরবের কাছে হারের পর মিডিয়ার মুখোমুখি হননি মেসি। মেক্সিকোর বিপক্ষে দুরন্ত জয়ের পর মুখোমুখি হন মিডিয়ার এবং বলেন এবার তাদের বিশ্বকাপ শুরু হলো, ‘আজ (গত পরশু) থেকে আর্জেন্টিনার আসল বিশ্বকাপ শুরু হল। নিজেদের উপর বিশ্বাস ছিল। ফুটবলপ্রেমীদের বিশ্বাস রাখতে বলব। আমরা সেটাই করেছি, যেটা আমাদের করার দরকার ছিল। আমাদের সামনে কোনো দ্বিতীয় পছন্দ ছিল না। আমাদের জিততেই হতো। আমরা শুধু নিজেদের উপরই ভরসা করেছিলাম। এটা ঠিক প্রথমার্ধে প্রত্যাশার ফুটবল খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে মাথা ঠা া রেখে খেলার চেষ্টা করেছি। তাতে গোল এসেছে।’

সর্বশেষ খবর