রপ্তানিতে ডলারের দর এক টাকা বাড়িয়ে ১০২ টাকা করা হয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) নতুন এই দর নির্ধারণ করেছে। দুই সংগঠন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের সোমবার থেকে নতুন করে কার্যকর করা হয়েছে।
ওই বৈঠকে রপ্তানির ক্ষেত্রে ডলারের দাম বাড়ানো হলেও প্রবাসী আয় ও আমদানির দায় শোধের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাফেদা সব ব্যাংককে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাফেদার চিঠিতে বলা হয়েছে, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০২ টাকা। আগে এ দাম ছিল ১০১ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১ টাকা বেশি পাবেন। প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো ১০৭ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম হবে প্রবাসী ও রপ্তানি আয়ের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি। বর্তমানে প্রবাসী আয়ে ডলারের দাম ১০৭ টাকা আর রপ্তানি আয়ে এ দাম ১০২ টাকা। ফলে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় দাঁড়ায় ১০৪ টাকা ৫০ পয়সা। এ গড়ের সঙ্গে ৫০ পয়সা যোগ করে ১০৫ টাকা হবে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম।