সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রেমিট্যান্সে এগিয়ে ঢাকা পিছিয়ে রংপুর

দক্ষ জনশক্তি তৈরিতে এনজিওর সঙ্গে কাজ করার পরামর্শ

শাহেদ আলী ইরশাদ

বিদায়ী বছরের ডিসেম্বরে বিভাগওয়ারি প্রবাসী আয় বা রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা আর পিছিয়ে রংপুর বিভাগ। ডিসেম্বরে প্রবাসীরা বৈধপথে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ঢাকা বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮০ কোটি ৩১ লাখ ডলার। যা মোট প্রবাসী আয়ের ৪৭ শতাংশ। একই সময়ে রংপুর বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন ২ কোটি ৭২ লাখ ডলার। যা ডিসেম্বর মাসের মোট রেমিট্যান্সের আড়াই শতাংশের বেশি। প্রবাসী আয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রবাসী আয়ে পিছিয়ে থাকা জেলা থেকে রেমিট্যান্স বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে অভিবাসন নিয়ে কাজ করা রামরু। সংস্থাটি বলছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য অভিবাসীদের ব্যাংকের ওপর আস্থা ফিরিয়ে আনার জোড়ালো পদক্ষেপ নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো (টিটিসি) এনজিওদের সঙ্গে অংশীদারিত্বে পরিচালনা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার পরই প্রবাসী আয় আনার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৭ কোটি ৭৪ লাখ ডলার। সিলেট বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ডলার। খুলনা বিভাগের প্রবাসীরা ৭ কোটি ৫৪ লাখ ডলার। রাজশাহী বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ডলার। বরিশাল বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩৮ লাখ ডলার। ময়মনসিংহ বিভাগের প্রবাসীরা ডিসেম্বর মাসে পাঠিয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স। জেলাওয়ারি প্রবাসী আয়েও শীর্ষে রয়েছে ঢাকা জেলা। ঢাকা জেলার প্রবাসীরা এককভাবে ৫২ কোটি ৫৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে বান্দরবান জেলা থেকে মাত্র ১৬ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার। প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই ও আগস্টে গড়ে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় বৈধপথে দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার। এরপর সেপ্টেম্বর ও অক্টোবরে প্রবাসী আয় কমে যায়। কভিড-১৯ মহামারি পরবর্তী সময়কালে আন্তর্জাতিক অভিবাসন প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ থেকে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। ২০২২ সালে নভেম্বর পর্যন্ত মোট ১০ লাখ ২৯ হাজার ৫৪ জন বাংলাদেশি অভিবাসন করেন। ডিসেম্বর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলে এ বছরে অভিবাসন প্রবাহ ৮১ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে নভেম্বর মাস পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসনের উল্লেখযোগ্য উৎস এলাকাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিলেট, ঢাকা ও নরসিংদী। সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক অভিবাসন ঘটেছে কুমিল্লাথেকে ৯৭ হাজার ৩ জন, দ্বিতীয় বৃহত্তম অভিবাসনের উৎস এলাকা চট্টগ্রাম থেকে ৬২ হাজার ২৭০ জন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৭ হাজার ৩২২ জন। নোয়াখালী থেকে ৪৩ হাজার ২৬০ জন, চাঁদপুর থেকে ৪১ হাজার ২৯২ জন, টাঙ্গাইল থেকে ৩৭ হাজার ৬৩১ জন, ৩৪ হাজার ৪৫৩ জন বিদেশে গেছেন।

সর্বশেষ খবর