স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ইয়াবা কারবারিদের তালিকা তৈরি করা হচ্ছে। এগুলো যাচাই-বাছাই চলছে। তবে তালিকা হলেই যে কেউ অপরাধী হবে, তা কিন্তু নয়।
যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপহরণ সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব খবরাখবর নিয়েছি। খুন, ডাকাতি, অপহরণ এসব অপরাধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মাদকের তালিকা নিয়ে আসাদুজ্জামান খান বলেন, তালিকাভুক্ত হলেই যে অপরাধী তা কিন্তু নয়। যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্থ বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রিজ এলাকা পরিদর্শন করেন।