শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সহকর্মীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সহকর্মীকে বাঁচাতে গিয়ে দুই পোশাক কর্মী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তারা গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন প্রাইম  সোয়েটার পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলরুটের গাজীপুরের পূবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিনখোলা গ্রামের আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২২)। এদের মধ্যে মিলন ওই কারখানার সহকারী অপারেটর এবং ঝর্ণা অপারেটর পদে চাকরি করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এস আই রাশেদুর রহমান ও স্থানীয়রা জানান, পূবাইল এলাকায় ভাড়া বাসায় থেকে প্রাইম সোয়েটার কারখানায় চাকরি করতেন মিলন মিয়া ও ঝর্ণা আক্তার। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঝর্ণা আক্তার মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পূবাইল বসুগাঁও এলাকার ক্লাবের সামনে পৌঁছলে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে আসতে দেখে তাকে বাঁচাতে যান সহকর্মী মিলন মিয়া। এ সময় তারা দুজনই ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ের নরসিংদী ফাঁড়ির পুলিশ বিকালে নিহতদের লাশ উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর