শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কীভাবে বন্ধ হবে প্রাণহানি

বারবার বিস্ফোরণ, রক্তক্ষরণ আর অগণিত মানুষের মৃত্যু। এভাবেই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ঢাকায় এবং ঢাকার বাইরে। বারবার এগুলোর ভয়ংকর রূপ দেখা যাচ্ছে। একেকটি ঘটনায় স্বজন হারিয়ে নিমেষেই পথে বসে যাচ্ছে বহু পরিবার। স্থাবর-অস্থাবর সম্পদের ক্ষতিও হচ্ছে ব্যাপক। কিন্তু কেন এ বিস্ফোরণ? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সর্বদা সঙ্গে থাকা এই ভয়ংকর ‘বোমা’র রক্ষণাবেক্ষণে খুব বেশি সচেতন নয় মানুষ। অবহেলা ও অসতর্কতার অনিবার্য পরিণতি এমন বিস্ফোরণজনিত দুর্ঘটনা। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন হাসান ইমন

সংস্থাগুলোকে আধুনিক যন্ত্রপাতি নিতে হবে

দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি দায়ী

পুরনো গ্যাসলাইন বিস্ফোরণের কারণ

 

সর্বশেষ খবর