রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পাচার হয়ে গেছে, সিন্দুকে টাকা নেই

কুমিল্লা প্রতিনিধি

পাচার হয়ে গেছে, সিন্দুকে টাকা নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে এটা আংশিক সত্য। তাহলে ডলারের দাম কমল কেন? কারণ সিন্দুকে টাকা নেই। টাকা পাচার হয়ে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ অত্যন্ত অনিশ্চয়তার দিকে যাচ্ছে। সরকার বলছে ৩১ বিলিয়ন রিজার্ভ আছে, আইএমএফ বলছে ৮-৯ বিলিয়ন কম আছে। মানে দেশে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। মুডি বলছে, এটা ঝুঁকিপূর্ণ দেশ। মানে এখানে বিনিয়োগ করা যাবে না। গোঁজামিল দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। মেগা প্রজেক্টের নামে অপ্রয়োজনীয় লোন নিয়ে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। গতকাল কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা কুমিল্লা বিভাগের দাবি তুলেছেন। হয়নি। আপনাদের কথা কেউ শোনে? শোনে না। আগামীতে ভোট দিতে পারবেন? পারবেন না। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা একবার নয়, দুবার নয়, চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। এ কারণে আমরা আওয়ামী লীগের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে বিএনপি ক্ষমতায় এলে তাদের বেহেশত থেকে নামিয়ে রাস্তায় নামিয়ে পেটাবে। বিএনপি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিকে মুসলিম লীগ বানাবে। সম্মেলনে এয়ার আহমেদ সেলিমকে পুনরায় সভাপতি, সিনিয়র সহসভাপতি হুমায়ুন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের মোহনের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর