মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

আন্দোলনেই ইভিএম থেকে সরতে বাধ্য

খন্দকার মোশাররফ

শফিকুল ইসলাম সোহাগ

আন্দোলনেই ইভিএম থেকে সরতে বাধ্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিসহ জনগণের আন্দোলনে নির্বাচন কমিশন (ইসি) বাধ্য হয়েছে ইভিএম থেকে সরে ব্যালট পেপারে নির্বাচনে আসতে। এটা জনগণের আন্দোলনের ফসল। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাবেক এই মন্ত্রী আরও বলেন, এভিএমের মাধ্যমে অনেক অনিয়ম হয়েছে। আমরা ইভিএম ভোট পদ্ধতির প্রথম থেকেই বিরোধিতা করে আসছি। তিনি বলেন, যে দেশের মানুষ নিজের হাতে ভোট দিতে পারে না, তারা কীভাবে মেশিনে ভোট দেবে? এই ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই বাতিল করা হয়েছে। কারণ এটা মানুষের তৈরি। সেখানে পেপার ট্রেইল নেই। সুতরাং এটা দুরভিসন্ধিমূলক। এটা ভোট ডাকাতির মেশিন। তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো ১০ দফা নিয়ে মাঠে আন্দোলন করছে। আমাদের ১০ দফার একটি ব্যালটে ভোট। একদফা আদায় হয়েছে। বাকিগুলোও আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে। ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে করছে এখন বিএনপি আগামী নির্বাচনে যাচ্ছে কি না- জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের অন্যতম প্রধান দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ ভেঙে দেওয়াসহ আরও দাবি রয়েছে। সব দাবি পূরণ করেই আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব।

সর্বশেষ খবর