শিরোনাম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আইপিএলে খেলছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে খেলছেন না সাকিব

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে চলতি আসরে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের কারণে প্রথম দিকে আইপিএলে খেলার জন্য এনওসি পাননি তিনি। এমনকি ইংল্যান্ড সফরের কারণে আইপিএলের শেষের দিকেও থাকতে পারবেন না। এক সূত্র জানিয়েছে, এ কারণে আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই আইপিএল মাঠে গড়িয়েছে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র টেস্ট। এ টেস্ট খেলতেই হবে সাকিবকে। শুরুর দিকে আইপিএল তো খেলা হচ্ছেই না, আবার ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৯ মে থেকে ১৪ মে। ওই সময়ও আইপিএল খেলতে পারবেন না। আইপিএল চলবে ২৮ মে পর্যন্ত। তাই কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাইঞ্চাইজি থেকে সাকিবকে অনুরোধ করা হয়েছিল তার পরিবর্তে অন্য কোনো বিদেশিকে দলে নেবে কি না! বাংলাদেশের অধিনায়ক কলকাতার অনুরোধ রেখেছেন। তবে চুক্তি অনুযায়ী সাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততার বাইরের সময়টুকুর জন্যই নিজেকে আইপিএলে ‘এভেইলেবেল’ রাখা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতাও সেটা মানতে বাধ্য থাকত। কিন্তু কলকাতার সঙ্গে ভালো সম্পর্কের কারণে সাকিব সে পথে হাঁটেননি। এ বিষয়ে সাকিব কোনো মন্তব্য করেননি। তবে সাকিব আইপিএলে না খেললে তা মোহামেডানের জন্য খুশির খবর। টেস্টের পর প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে দেখা যাবে তাকে। এ প্রস্তাব লিটন দাসের কাছেও এসেছিল। এই ড্যাসিং ওপেনার সে প্রস্তাবে রাজি হননি। বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলাটা যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। এখানে বিশ্বসেরা তারকারা অংশগ্রহণ করেন। তাই অভিজ্ঞতার ঝুলিও অনেক বড় হয়।

সে কারণে বিশ্বের অনেক দলই দেশের খেলা থাকলেও আইপিএলে খেলার জন্য তাদের ক্রিকেটারদের এনওসি দিতে কার্পণ্য করে না। ইংল্যান্ড যখন বাংলাদেশ সফরে এসেছিল তখন পিএসএল চলছিল, ইংল্যান্ডের সেরা ওপেনার জেসন রয় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বাদ দিয়ে পিএসএলে খেলতে চলে গিয়েছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড হয়তো দুই বিষয় চিন্তা করে জেসন রয়কে এনওসি দিয়েছিল। একদিকে সেরাদের টুর্নামেন্টে খেলে যেমন জেসন রয়ের অভিজ্ঞতার ঝুলি আরও বড় হবে, অন্যদিকে, নতুন ক্রিকেটার দলে খেলার সুযোগ পাবেন। বাংলাদেশ দল কি এই একই সুযোগটা নিতে পারত না! সাকিব ও লিটনকে আইপিএলে খেলার সুযোগ দিয়ে আইরিশদের বিরুদ্ধে তাদের জায়গায় নতুন দুজন ক্রিকেটারকে দলে নিতে! সে পথে হাঁটেনি বিসিবি। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে আইপিএলের চেয়েও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর