শিরোনাম
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আগ্রহের কেন্দ্রে মোমেন-ব্লিঙ্কেন বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ ওয়াশিংটন সময় দুপুর ২টার (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা) দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে কূটনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মোমেন-ব্লিঙ্কেনের আসন্ন এ বৈঠক। কূটনৈতিক সূত্র জানান, বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রায় সব বিবৃতি, প্রতিবেদন ও বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। এমনকি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বাণীতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দফতরের উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারাও একাধিক সফরে এসে এ প্রসঙ্গে কথা বলে গেছেন। এ কারণে ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠকেও আসন্ন নির্বাচন প্রসঙ্গ আসবে বলে মনে করছেন ঢাকার কূটনীতিকরা। গণতন্ত্র ও অবাধ-সুষ্ঠু নির্বাচন বিষয়ে প্রস্তুতি নিয়েই বৈঠকে উপস্থিত হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হতে পারে মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকারসহ বেশকিছু এজেন্ডা। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া হবে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল, প্রতিরক্ষা, জলবায়ু, রোহিঙ্গাসহ একাধিক বিষয়।

সর্বশেষ খবর