চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার মো. ইউনুছ মাঝি (৫৯)। গতকাল স্থানীয় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে স্টিল মিল বাজারে পণ্যবাহী লরি থেকে কনটেইনার ছিটকে পড়ে রিকশার ওপর। এতে রিকশায় থাকা ইউনুছ মাঝি ও তার ছেলে মো. রহিম ঘটনাস্থলেই মারা যান। সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের কাছে গিয়ে লাশ হয়েই বাসায় ফিরলেন পিতা-পুত্র। এ ঘটনায় আহত রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মো. ইউনুস চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং তার পুত্র রহিম শিক্ষার্থী। জানা যায়, গতকাল দুপুরে নগরের বিমানবন্দর সড়কের পতেঙ্গা থানার সামনে চলন্ত লরি থেকে একটি কনটেইনার হঠাৎ রিকশার ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় রিকশার দুই যাত্রী নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের নিচ থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার এবং আহত অবস্থায় রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়। চট্টগ্রাম সাইলোর অধিক্ষক মোহাম্মদ ফয়জুল্লাহ খান শিবলী বলেন, নিহত ইউনুছ মাঝি চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুর। তিনি ও তার ছেলে রহিম এখানে ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি থেকে পরিবারের সদস্যারা এলে লাশ থানা থেকে হস্তান্তর করা হবে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শিপইয়ার্ডের একটি লরি কনটেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি কনটেইনার রিকশার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, কনটেইনারের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতের অবস্থাও আশঙ্কাজনক।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
রিকশার ওপর পড়ল কনটেইনার
চিকিৎসা নিয়ে ফেরার পথে লাশ পিতা-পুত্র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর