চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার মো. ইউনুছ মাঝি (৫৯)। গতকাল স্থানীয় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে স্টিল মিল বাজারে পণ্যবাহী লরি থেকে কনটেইনার ছিটকে পড়ে রিকশার ওপর। এতে রিকশায় থাকা ইউনুছ মাঝি ও তার ছেলে মো. রহিম ঘটনাস্থলেই মারা যান। সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের কাছে গিয়ে লাশ হয়েই বাসায় ফিরলেন পিতা-পুত্র। এ ঘটনায় আহত রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মো. ইউনুস চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং তার পুত্র রহিম শিক্ষার্থী। জানা যায়, গতকাল দুপুরে নগরের বিমানবন্দর সড়কের পতেঙ্গা থানার সামনে চলন্ত লরি থেকে একটি কনটেইনার হঠাৎ রিকশার ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় রিকশার দুই যাত্রী নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের নিচ থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার এবং আহত অবস্থায় রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়। চট্টগ্রাম সাইলোর অধিক্ষক মোহাম্মদ ফয়জুল্লাহ খান শিবলী বলেন, নিহত ইউনুছ মাঝি চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুর। তিনি ও তার ছেলে রহিম এখানে ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি থেকে পরিবারের সদস্যারা এলে লাশ থানা থেকে হস্তান্তর করা হবে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শিপইয়ার্ডের একটি লরি কনটেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি কনটেইনার রিকশার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, কনটেইনারের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতের অবস্থাও আশঙ্কাজনক।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা