চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার মো. ইউনুছ মাঝি (৫৯)। গতকাল স্থানীয় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে স্টিল মিল বাজারে পণ্যবাহী লরি থেকে কনটেইনার ছিটকে পড়ে রিকশার ওপর। এতে রিকশায় থাকা ইউনুছ মাঝি ও তার ছেলে মো. রহিম ঘটনাস্থলেই মারা যান। সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের কাছে গিয়ে লাশ হয়েই বাসায় ফিরলেন পিতা-পুত্র। এ ঘটনায় আহত রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মো. ইউনুস চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং তার পুত্র রহিম শিক্ষার্থী। জানা যায়, গতকাল দুপুরে নগরের বিমানবন্দর সড়কের পতেঙ্গা থানার সামনে চলন্ত লরি থেকে একটি কনটেইনার হঠাৎ রিকশার ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় রিকশার দুই যাত্রী নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কনটেইনারের নিচ থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার এবং আহত অবস্থায় রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়। চট্টগ্রাম সাইলোর অধিক্ষক মোহাম্মদ ফয়জুল্লাহ খান শিবলী বলেন, নিহত ইউনুছ মাঝি চট্টগ্রাম সাইলোতে অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুর। তিনি ও তার ছেলে রহিম এখানে ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি থেকে পরিবারের সদস্যারা এলে লাশ থানা থেকে হস্তান্তর করা হবে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শিপইয়ার্ডের একটি লরি কনটেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি কনটেইনার রিকশার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, কনটেইনারের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতের অবস্থাও আশঙ্কাজনক।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
রিকশার ওপর পড়ল কনটেইনার
চিকিৎসা নিয়ে ফেরার পথে লাশ পিতা-পুত্র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর