নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান গুলিবিদ্ধ হওয়ার ৩ মাস সাত দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হন হারুনুর রশিদ। বাড়ির ড্রইংরুমে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী তাকে ৩টি গুলি করে। হারুনুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনুর রশিদ খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও নরসিংদীর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা। পরিবার সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হলে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভারতেও চিকিৎসা নেন। তিনি ফের অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হারুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবপুর কলেজ গেট এলাকায় দোকানপাট, বাসস্ট্যান্ড, শ্রমিক লীগের বাস ট্রাকের সমিতি, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তাকে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সমর্থকদের সঙ্গে হারুনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় শিবপুর কলেজ গেট এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমপি জহিরুল হক ভূইয়া মোহনের তোরণও ভাঙচুর করা হয়। হারুন খানকে গুলি করার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন তার ছেলে আমিনুর রশিদ খান তাপস। ওই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, বৃহস্পতিবার বাদ জোহর তার জানাজা হবে। শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, হারুন খানের মতো সাংগঠনিক ও দক্ষ লোক খুঁজে পাওয়া কঠিন।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
গুলিতে নিহত শিবপুর উপজেলা চেয়ারম্যান ক্ষোভ ভাঙচুর
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর