নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান গুলিবিদ্ধ হওয়ার ৩ মাস সাত দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হন হারুনুর রশিদ। বাড়ির ড্রইংরুমে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী তাকে ৩টি গুলি করে। হারুনুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনুর রশিদ খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও নরসিংদীর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা। পরিবার সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হলে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভারতেও চিকিৎসা নেন। তিনি ফের অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হারুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবপুর কলেজ গেট এলাকায় দোকানপাট, বাসস্ট্যান্ড, শ্রমিক লীগের বাস ট্রাকের সমিতি, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তাকে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সমর্থকদের সঙ্গে হারুনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় শিবপুর কলেজ গেট এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমপি জহিরুল হক ভূইয়া মোহনের তোরণও ভাঙচুর করা হয়। হারুন খানকে গুলি করার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন তার ছেলে আমিনুর রশিদ খান তাপস। ওই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, বৃহস্পতিবার বাদ জোহর তার জানাজা হবে। শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, হারুন খানের মতো সাংগঠনিক ও দক্ষ লোক খুঁজে পাওয়া কঠিন।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন