আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে চলতে হবে। বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করব না। গতকাল কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুটি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের ৫২টি সনাতন ধর্মীয় উপকার ভোগীদের গৃহে প্রবেশ এবং চাবি হস্তান্তর উপলক্ষে জাজিয়ারা মহাশ্মশান মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সনজীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, জেলা পরিষদ সদস্য মো. আবদুল আজিজ ও জেলা পরিষদ মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী। স্বাগত বক্তব্য রাখেন কুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছাইদুর রহমান স্বপন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ পদ সাহা। মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনে কেক না কেটে শিশু দিবস পালন করে অনাথ এতিম শিশুদের মুখে ভালো খাবার তুলে দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে গৃহহীনদের মাঝে ঘর উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঘোষণা দিয়েছেন দেশের সব গৃহহীনকে ঘর দিয়ে দেবেন। বর্তমানে দেশে মাত্র ৩০ হাজার মানুষ গৃহহীন আছে। তাদেরও গৃহনির্মাণ করে গৃহদান করা হবে। এতেই আমরা বুঝি এই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
অপমান সহ্য করা হবে না
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর