আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে চলতে হবে। বাংলাদেশকে কেউ অপমান করলে তা আমরা সহ্য করব না। গতকাল কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুটি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের ৫২টি সনাতন ধর্মীয় উপকার ভোগীদের গৃহে প্রবেশ এবং চাবি হস্তান্তর উপলক্ষে জাজিয়ারা মহাশ্মশান মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সনজীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, জেলা পরিষদ সদস্য মো. আবদুল আজিজ ও জেলা পরিষদ মহিলা সদস্য রুমানুল ফেরদৌসী। স্বাগত বক্তব্য রাখেন কুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছাইদুর রহমান স্বপন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ পদ সাহা। মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনে কেক না কেটে শিশু দিবস পালন করে অনাথ এতিম শিশুদের মুখে ভালো খাবার তুলে দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে গৃহহীনদের মাঝে ঘর উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঘোষণা দিয়েছেন দেশের সব গৃহহীনকে ঘর দিয়ে দেবেন। বর্তমানে দেশে মাত্র ৩০ হাজার মানুষ গৃহহীন আছে। তাদেরও গৃহনির্মাণ করে গৃহদান করা হবে। এতেই আমরা বুঝি এই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে।
শিরোনাম
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা