লক্ষ্নৌতে খেলা। পুরো ভারতের নজর ছিল লক্ষেèৗর দিকে। প্রিয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলা দেখতে কলকাতাবাসী নজর রেখেছিল টেলিভিশন পর্দায়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক রোহিত রান করেছেন। কিন্তু ছন্দে থাকা কোহলি সাজঘরে ফেরেন শূন্য রানে। বিশ্বকাপ ক্যারিয়ারে এই প্রথম শূন্য রান করেন কোহলি। তবে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই। গতকাল লক্ষেèৗতে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রত্যয়ী ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে। রোহিত ৮৭ রান করেন ১০১ বলে ১০ চার ও ৩ ছক্কায়। কোহলি ৯ বল ক্রিজে থাকলেও আউট হন শূন্য রানে। কোহলি ২০১১ সাল থেকে বিশ্বকাপ খেলছেন। গত তিনটি বিশ্বকাপে কখনোই শূন্য রানে ফেরেননি। এবারও প্রথম পাঁচ ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। প্রথম পাঁচ ম্যাচে কোহলি রান করেছেন যথাক্রমে ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা ছিল গতকালও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে রান করবেন। কিন্তু ব্যক্তিগত শূন্য রানে লেগ বিফোর হন ডেভিড উইলির বলে। বিশ্বকাপে এবার প্রথম হলেও ক্যারিয়ারে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রাহুল ৩৯ ও সূর্যকুমার যাদব ৪৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে উইলি ৩টি এবং ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে উইকেট শিকার করেন। অল্প রান হলেও ভারতীয় বোলারদের আগুনে পোড়েন ইংলিশ ব্যাটাররা। ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সামি। তিনি ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। জশপ্রীত বুমরাহ ৩টি এবং কুলদ্বীপ যাদব ২টি উইকেট শিকার করেন। এ জয়ে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।
শিরোনাম
- আজ পবিত্র শবে বরাত
- রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই
- 'খুনি হাসিনাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে'
- ল্যাবের জানালা ভেঙে বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি
- বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
- 'নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে'
- বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা
- দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা
- প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবে : প্রধান বিচারপতি
- বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের অবস্থান কোথায়?
- অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে
- বিতর্কের ঝড় রণবীরকে ঘিরে, সেলিব্রিটিদের তীব্র প্রতিক্রিয়া
- ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
- ৮ বছর পর নাফ নদে মাছ ধরার অনুমতি
- টেক ওয়ার: ইলন মাস্ককে ‘অসুখী মানুষ’ বললেন স্যাম
- ডুয়েটে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে সেমিনার, কী-নোট স্পিকার বোয়িং-এর সিনিয়র ইঞ্জিনিয়ার
- মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের!
- জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, আহত ২০
- বাংলাদেশের সাথে দুবাইয়ে অনুশীলন করবেন খালেদ-হাসান
- বরিশালের নদীতে নৌবাহিনীর বিশেষ অভিযান, জব্দ বিপুল পরিমাণ অবৈধ জাল
টানা ছয় জয় ভারতের
ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং তান্ডব
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর