লক্ষ্নৌতে খেলা। পুরো ভারতের নজর ছিল লক্ষেèৗর দিকে। প্রিয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলা দেখতে কলকাতাবাসী নজর রেখেছিল টেলিভিশন পর্দায়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক রোহিত রান করেছেন। কিন্তু ছন্দে থাকা কোহলি সাজঘরে ফেরেন শূন্য রানে। বিশ্বকাপ ক্যারিয়ারে এই প্রথম শূন্য রান করেন কোহলি। তবে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনিই। গতকাল লক্ষেèৗতে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত ১০০ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রত্যয়ী ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে। রোহিত ৮৭ রান করেন ১০১ বলে ১০ চার ও ৩ ছক্কায়। কোহলি ৯ বল ক্রিজে থাকলেও আউট হন শূন্য রানে। কোহলি ২০১১ সাল থেকে বিশ্বকাপ খেলছেন। গত তিনটি বিশ্বকাপে কখনোই শূন্য রানে ফেরেননি। এবারও প্রথম পাঁচ ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। প্রথম পাঁচ ম্যাচে কোহলি রান করেছেন যথাক্রমে ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা ছিল গতকালও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে রান করবেন। কিন্তু ব্যক্তিগত শূন্য রানে লেগ বিফোর হন ডেভিড উইলির বলে। বিশ্বকাপে এবার প্রথম হলেও ক্যারিয়ারে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রাহুল ৩৯ ও সূর্যকুমার যাদব ৪৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে উইলি ৩টি এবং ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে উইকেট শিকার করেন। অল্প রান হলেও ভারতীয় বোলারদের আগুনে পোড়েন ইংলিশ ব্যাটাররা। ৩৪.৫ ওভারে মাত্র ১২৯ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সামি। তিনি ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। জশপ্রীত বুমরাহ ৩টি এবং কুলদ্বীপ যাদব ২টি উইকেট শিকার করেন। এ জয়ে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।
শিরোনাম
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
টানা ছয় জয় ভারতের
ব্যাটিং বিপর্যয়ের পর বোলিং তান্ডব
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর