রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর রশিদ বলেছেন, নির্বাচনে হেরে যারা প্রতিশোধ নেয়, তারা গণতন্ত্রের শত্রু, রাজনীতির শত্রু, আদর্শের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর তা না করলে তারা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এটা বুমেরাং হবে। রাজনীতি মানে এই না যে যা খুশি তাই করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হারুন-উর রশিদ বলেন, যে কোনো ধরনের পরিস্থিতিতে নেতাকেই নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছেন। এ ধরনের নাশকতা যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার বিপক্ষে গেলে তার ওপর নির্যাতন করতে হবে? এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে? কঠোর হাতে এটাকে দমন করতে হবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচনের পর বিরোধীদের কিছুই করার থাকবে না। নির্বাচনে না গেলে তারাই মিস করবে। এখন তারা কোন পথে হাঁটবে তারা স্থির করতে পারছে না। এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতির মধ্যে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি প্ল্যান থাকতে হয়। প্রতিপক্ষের ওপর হামলা, পরাজয়কে বরণ করে নেওয়ার মানসিকতার অনুপস্থিতি রয়েছে আমাদের সমাজে। মানুষ মনে করে নির্বাচন করা মানেই আমাদের জিততে হবে। আমি যে পরাজিত হতে পারি সে ধারণা তাদের থাকে না। এ জন্য প্রতিশোধ নিতে হবে কেন? তিনি বলেন, এখন যেসব জায়গায় সহিংসতার ঘটনার খবর পাওয়া যাচ্ছে তা কোনো অবস্থায় সহ্য করা যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা না করে তাহলে দলকেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এ ধরনের আচরণের মূল কারণ হলো অসহিষ্ণুতা। এটা হলো গণতন্ত্র বিরোধী, রাজনীতি বিরোধী, আর্দশ বিরোধী। রাজনীতি করতে হলে এ ধরনের মানসিতা ছাড়তে হবে। যারা এমন করে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি রয়েছে। তারই প্রকাশ হলো হামলা-সংঘাত, সংঘর্ষ। নির্বাচনের জয়-পরাজয় দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। এরা মনে করে তাদের বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াতে পারবে না। এটা হয় না। এরকম যেখানে হয় সেখানে তো কোনো গণতন্ত্র থাকে না। যে কারণে সরকারকে এবং দলকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে এটা আরও ছড়াবে। ব্যবস্থা না নিলে দলকে এর পরিণতি ভোগ করতে হবে।
শিরোনাম
- সিলেটে আট দফা দাবিতে রেলপথ অবরোধ
- ৮ দফা দাবিতে মগবাজারে ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে
- ঝিনাইদহে সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
- সাদাপাথর যাওয়া হলো না পর্যটক জিয়াউলের
- সিলেটে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের
- মেহেরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
- ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ কানাডার প্রধানমন্ত্রীর
- এক রাতে ইউক্রেনের ৯৮ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
- কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন, সম্পাদক রিটন
- পার্লামেন্টারি বিতর্কের মধ্য দিয়ে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল
- সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রেসসচিব
- দ্বার খুললেও সেন্টমার্টিন যায়নি পর্যটকবাহী জাহাজ, হতাশ পর্যটকরা
- ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ
- নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প
- সুদানের এল-ফাশেরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
- ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি
- কেন বাংলাদেশ-নেপাল- শ্রীলঙ্কায় সরকার পতন, যা বললেন অজিত দোভাল
তারা গণতন্ত্র আদর্শের শত্রু
ড. হারুন-উর রশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর