রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর রশিদ বলেছেন, নির্বাচনে হেরে যারা প্রতিশোধ নেয়, তারা গণতন্ত্রের শত্রু, রাজনীতির শত্রু, আদর্শের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর তা না করলে তারা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এটা বুমেরাং হবে। রাজনীতি মানে এই না যে যা খুশি তাই করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হারুন-উর রশিদ বলেন, যে কোনো ধরনের পরিস্থিতিতে নেতাকেই নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছেন। এ ধরনের নাশকতা যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার বিপক্ষে গেলে তার ওপর নির্যাতন করতে হবে? এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে? কঠোর হাতে এটাকে দমন করতে হবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচনের পর বিরোধীদের কিছুই করার থাকবে না। নির্বাচনে না গেলে তারাই মিস করবে। এখন তারা কোন পথে হাঁটবে তারা স্থির করতে পারছে না। এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতির মধ্যে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি প্ল্যান থাকতে হয়। প্রতিপক্ষের ওপর হামলা, পরাজয়কে বরণ করে নেওয়ার মানসিকতার অনুপস্থিতি রয়েছে আমাদের সমাজে। মানুষ মনে করে নির্বাচন করা মানেই আমাদের জিততে হবে। আমি যে পরাজিত হতে পারি সে ধারণা তাদের থাকে না। এ জন্য প্রতিশোধ নিতে হবে কেন? তিনি বলেন, এখন যেসব জায়গায় সহিংসতার ঘটনার খবর পাওয়া যাচ্ছে তা কোনো অবস্থায় সহ্য করা যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা না করে তাহলে দলকেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এ ধরনের আচরণের মূল কারণ হলো অসহিষ্ণুতা। এটা হলো গণতন্ত্র বিরোধী, রাজনীতি বিরোধী, আর্দশ বিরোধী। রাজনীতি করতে হলে এ ধরনের মানসিতা ছাড়তে হবে। যারা এমন করে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি রয়েছে। তারই প্রকাশ হলো হামলা-সংঘাত, সংঘর্ষ। নির্বাচনের জয়-পরাজয় দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। এরা মনে করে তাদের বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াতে পারবে না। এটা হয় না। এরকম যেখানে হয় সেখানে তো কোনো গণতন্ত্র থাকে না। যে কারণে সরকারকে এবং দলকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে এটা আরও ছড়াবে। ব্যবস্থা না নিলে দলকে এর পরিণতি ভোগ করতে হবে।
শিরোনাম
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
তারা গণতন্ত্র আদর্শের শত্রু
ড. হারুন-উর রশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর