রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর রশিদ বলেছেন, নির্বাচনে হেরে যারা প্রতিশোধ নেয়, তারা গণতন্ত্রের শত্রু, রাজনীতির শত্রু, আদর্শের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর তা না করলে তারা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এটা বুমেরাং হবে। রাজনীতি মানে এই না যে যা খুশি তাই করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হারুন-উর রশিদ বলেন, যে কোনো ধরনের পরিস্থিতিতে নেতাকেই নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছেন। এ ধরনের নাশকতা যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার বিপক্ষে গেলে তার ওপর নির্যাতন করতে হবে? এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে? কঠোর হাতে এটাকে দমন করতে হবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচনের পর বিরোধীদের কিছুই করার থাকবে না। নির্বাচনে না গেলে তারাই মিস করবে। এখন তারা কোন পথে হাঁটবে তারা স্থির করতে পারছে না। এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতির মধ্যে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি প্ল্যান থাকতে হয়। প্রতিপক্ষের ওপর হামলা, পরাজয়কে বরণ করে নেওয়ার মানসিকতার অনুপস্থিতি রয়েছে আমাদের সমাজে। মানুষ মনে করে নির্বাচন করা মানেই আমাদের জিততে হবে। আমি যে পরাজিত হতে পারি সে ধারণা তাদের থাকে না। এ জন্য প্রতিশোধ নিতে হবে কেন? তিনি বলেন, এখন যেসব জায়গায় সহিংসতার ঘটনার খবর পাওয়া যাচ্ছে তা কোনো অবস্থায় সহ্য করা যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা না করে তাহলে দলকেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এ ধরনের আচরণের মূল কারণ হলো অসহিষ্ণুতা। এটা হলো গণতন্ত্র বিরোধী, রাজনীতি বিরোধী, আর্দশ বিরোধী। রাজনীতি করতে হলে এ ধরনের মানসিতা ছাড়তে হবে। যারা এমন করে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি রয়েছে। তারই প্রকাশ হলো হামলা-সংঘাত, সংঘর্ষ। নির্বাচনের জয়-পরাজয় দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। এরা মনে করে তাদের বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াতে পারবে না। এটা হয় না। এরকম যেখানে হয় সেখানে তো কোনো গণতন্ত্র থাকে না। যে কারণে সরকারকে এবং দলকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে এটা আরও ছড়াবে। ব্যবস্থা না নিলে দলকে এর পরিণতি ভোগ করতে হবে।
শিরোনাম
- ইউটিউবে ব্যান্ড বে অব বেঙ্গলের 'পুতুল’
- ইনজুরিতে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল, শেষ এবারের আইপিএল
- হ্যাট্রিক করলেন চাহাল, এক ওভারেই নিলেন ৪ উইকেট
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
তারা গণতন্ত্র আদর্শের শত্রু
ড. হারুন-উর রশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৮ ঘণ্টা আগে | জাতীয়