রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর রশিদ বলেছেন, নির্বাচনে হেরে যারা প্রতিশোধ নেয়, তারা গণতন্ত্রের শত্রু, রাজনীতির শত্রু, আদর্শের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর তা না করলে তারা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। এটা বুমেরাং হবে। রাজনীতি মানে এই না যে যা খুশি তাই করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হারুন-উর রশিদ বলেন, যে কোনো ধরনের পরিস্থিতিতে নেতাকেই নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে নির্দেশনা দিয়েছেন। এ ধরনের নাশকতা যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার বিপক্ষে গেলে তার ওপর নির্যাতন করতে হবে? এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কি রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে? কঠোর হাতে এটাকে দমন করতে হবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচনের পর বিরোধীদের কিছুই করার থাকবে না। নির্বাচনে না গেলে তারাই মিস করবে। এখন তারা কোন পথে হাঁটবে তারা স্থির করতে পারছে না। এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতির মধ্যে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি প্ল্যান থাকতে হয়। প্রতিপক্ষের ওপর হামলা, পরাজয়কে বরণ করে নেওয়ার মানসিকতার অনুপস্থিতি রয়েছে আমাদের সমাজে। মানুষ মনে করে নির্বাচন করা মানেই আমাদের জিততে হবে। আমি যে পরাজিত হতে পারি সে ধারণা তাদের থাকে না। এ জন্য প্রতিশোধ নিতে হবে কেন? তিনি বলেন, এখন যেসব জায়গায় সহিংসতার ঘটনার খবর পাওয়া যাচ্ছে তা কোনো অবস্থায় সহ্য করা যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা না করে তাহলে দলকেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এ ধরনের আচরণের মূল কারণ হলো অসহিষ্ণুতা। এটা হলো গণতন্ত্র বিরোধী, রাজনীতি বিরোধী, আর্দশ বিরোধী। রাজনীতি করতে হলে এ ধরনের মানসিতা ছাড়তে হবে। যারা এমন করে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি রয়েছে। তারই প্রকাশ হলো হামলা-সংঘাত, সংঘর্ষ। নির্বাচনের জয়-পরাজয় দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। এরা মনে করে তাদের বিরুদ্ধে অন্য কেউ দাঁড়াতে পারবে না। এটা হয় না। এরকম যেখানে হয় সেখানে তো কোনো গণতন্ত্র থাকে না। যে কারণে সরকারকে এবং দলকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে এটা আরও ছড়াবে। ব্যবস্থা না নিলে দলকে এর পরিণতি ভোগ করতে হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা