বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকার অবশ্যই পরিবর্তন হবে। কারণ মজলুমদের ফরিয়াদ কখনো বৃথা যায় না। তিনি বলেন, আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি, এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে ইনশা আল্লাহ। তখন প্রতিটি অপরাধ ও হত্যাকান্ডের বিচার করা হবে। গতকাল সকালে ‘কারাবন্দি অবস্থায় মারা যাওয়া’ ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে তার রাজধানীর গোপীবাগের বাসায় সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মরহুম বুলবুলের ভাই, দুই বোনের সঙ্গে কথা বলেন এবং বুলবুলের নির্মমভাবে মারা যাওয়ার ঘটনা শোনেন। এ সময় ইমতিয়াজ আহমেদ বুলবুলের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেন নজরুল ইসলাম খান। গত ৩০ অক্টোবর গায়েবি মামলায় গ্রেফতার হন বুলবুল। ২৪ নভেম্বর কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনার পর ডান্ডাবেড়ি পরা অবস্থায় দায়িত্বরত চিকিৎসকরা বুলবুলকে মৃত ঘোষণা করেন। বিএনপি ও বুলবুলের পরিবারের পক্ষ থেকে এটাকে হত্যাকা বলে দাবি করা হয়। বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনসহ আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি। ওয়ান-ইলেভেন সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল, আমাদের বাধার মুখে পারেনি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্রসহ সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি ইনশা আল্লাহ আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে। সরকার পরিবর্তনের একদফার আন্দোলন সম্পর্কে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলন এখনো চলছে। বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এটা কোন দেশ? এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি? আপনি যে কোনো সময়ে না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন। যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না, অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না।
শিরোনাম
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
সরকার পরিবর্তন অবশ্যই হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর