বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকার অবশ্যই পরিবর্তন হবে। কারণ মজলুমদের ফরিয়াদ কখনো বৃথা যায় না। তিনি বলেন, আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি, এই পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যই হবে ইনশা আল্লাহ। তখন প্রতিটি অপরাধ ও হত্যাকান্ডের বিচার করা হবে। গতকাল সকালে ‘কারাবন্দি অবস্থায় মারা যাওয়া’ ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে তার রাজধানীর গোপীবাগের বাসায় সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মরহুম বুলবুলের ভাই, দুই বোনের সঙ্গে কথা বলেন এবং বুলবুলের নির্মমভাবে মারা যাওয়ার ঘটনা শোনেন। এ সময় ইমতিয়াজ আহমেদ বুলবুলের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেন নজরুল ইসলাম খান। গত ৩০ অক্টোবর গায়েবি মামলায় গ্রেফতার হন বুলবুল। ২৪ নভেম্বর কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনার পর ডান্ডাবেড়ি পরা অবস্থায় দায়িত্বরত চিকিৎসকরা বুলবুলকে মৃত ঘোষণা করেন। বিএনপি ও বুলবুলের পরিবারের পক্ষ থেকে এটাকে হত্যাকা বলে দাবি করা হয়। বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনসহ আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি। ওয়ান-ইলেভেন সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল, আমাদের বাধার মুখে পারেনি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্রসহ সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি ইনশা আল্লাহ আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে। সরকার পরিবর্তনের একদফার আন্দোলন সম্পর্কে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলন এখনো চলছে। বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, এটা কোন দেশ? এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি? আপনি যে কোনো সময়ে না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন। যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না, অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা