কোটাবিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত এ বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেননি। জনদুর্ভোগ হয়- এমন আন্দোলন পরিহার করা উচিত। আদালতের রায় হোক, তারপর দেখা যাবে। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে। বিএনপি ও তার সমমনারা কোটা আন্দোলনের ওপর ভর করেছে। প্রকাশ্যে সমর্থন করেছে। এর মানে অংশগ্রহণও করছে। এখানে কারা যুক্ত আছে, ষড়যন্ত্রের অংশ কি না, সময়ই বলে দেবে। কোনো আন্দোলনে রাজনৈতিক দল সমর্থন জানাতেই পারে, তার সমালোচনা কেন করছেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালতের বিরুদ্ধে আন্দোলনে কোনো দেশে কোনো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়- দেখান? এটি তো আদালতের রায়। তিনি বলেন, ২০১৮ সালে পরিপত্র জারি করে সব কোটা বিলুপ্ত করে সরকার। পরে কোটা পুনর্বহালের জন্য উচ্চ আদালতে আপিল করে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান। সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, কোটা বাতিলের যে আন্দোলনটা তারা করছে সেটি সরকারের সিদ্ধান্ত। সরকারই আপিল করেছে। আদালতের বিষয় নিয়ে কথা বলা, সমালোচনা বা প্রতিবাদ করা আইনসম্মত নয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে। শিক্ষকদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে। আনুষ্ঠানিক বসা হয়তো হয়নি। সিদ্ধান্ত নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। আমলা সুপিরিয়র না শিক্ষক সুপিরিয়র- সে বিতর্কে আমরা যাব না। পদমর্যাদার ভিত্তিতে যা বাস্তবসম্মত আমরা সেটিই করতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর