নির্বাচনে বড় ব্যবধানে জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভোটের দিন সকালের দিকে (বাংলাদেশ সময় রাত ১১টায়) ফ্লোরিডার পাম বিচের এক কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন সাবেক এ প্রেসিডেন্ট। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। দেখে যা মনে হচ্ছে অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। ভোটারের লম্বা লাইন দেখে আমি গর্বিত। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এ নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না।’ ফ্লোরিডার পাম বিচের মানডেল রিক্রিয়েশন সেন্টারে ভোট দেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এর আগে ভোট শুরুর ঠিক আগ মুহূতে ট্রাম্প বলেন, তিনি কমলা হ্যারিস নন, অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার বিরুদ্ধে লড়ছেন। অন্যতম সুইং স্টেট মিশিগানে শেষ নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা ওয়াশিংটনে এ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরাজিত করব। কারণ আমি কমলার বিরুদ্ধে লড়ছি না। অশুভ ডেমোক্র্যাট সিস্টেমের বিরুদ্ধে লড়ছি। এরা দুষ্ট লোক।’ এ যাত্রা অবিশ্বাস্য হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এ যাত্রা হবে দুঃখেরও। কারণ এটাই হবে শেষবার। নির্বাচনে না জিতলে আগামীতে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প। তিনি তাই বলেন, এটিই তাঁর শেষ প্রচার। তবে জরিপে জনসমর্থনের পরিসংখ্যান উল্লেখ করে ট্রাম্প এ-ও বলেছেন, তিনি আশাবাদী। ট্রাম্প বলেন, ‘সুসংবাদ আছে। আমরা যা কিছু করছি তা আমাদের জয় পাওয়ার অবস্থানেই নিয়ে যাচ্ছে।’ এদিকে ভোটের আগে নিজের সর্বশেষ ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান প্রার্থী।
গভীর রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি কমলাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেন বলে বিবিসি প্রতিবেদনে জানায়। সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনের আগে নিজের চূড়ান্ত ভাষণ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার গভীর রাতে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে মঞ্চে পৌঁছান। এর আগে ২০১৬ ও ২০২০ সালেও ট্রাম্প তাঁর প্রচার এখান থেকেই শেষ করেছিলেন। বিবিসি বলছে, নির্বাচনের আগে প্রচারের সর্বশেষ দিনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে কিছু বলেননি। তবে এর বিপরীতে ট্রাম্প ছিলেন খুবই আক্রমণাত্মক।