ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলো এক কাতারে আসার প্রচেষ্টা চালাচ্ছে। দলগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, তাঁদের লক্ষ্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামি দলগুলো দেশের সব নির্বাচনি আসনে নিজেদের পক্ষে একজন করে প্রার্থী নিশ্চিত করা, যেখানে সবাই তাঁকে সমর্থন দেবে। ভোটের মাঠে নিজেদের তাঁরা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মূলত ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। জনগণের প্রত্যাশা, নির্বাচনের সব কেন্দ্রে ইসলামি দলগুলোর যেন একটি বাক্স থাকে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জোট করার বিষয়ে ইসলামি সমমনা দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। সবাই চায় আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কি না।’ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, ‘আগামী নির্বাচন ঘিরে একটি মোর্চা গঠনের লক্ষ্যে ইসলামি দলগুলোর সঙ্গে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রথমত কওমি ঘরানার দলগুলো পরে সব ইসলামি দলের সঙ্গে জোট হতে পারে।’
তিনি বলেন, দেশের মানুষ অন্যান্য দলের শাসন দেখেছে, তারা চায় এখন ইসলামি দলগুলোর শাসনব্যবস্থা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘আদর্শ নীতিনৈতিকতা ইমানি আকিদা ও বিশ্বাস সমন্বয় রেখে ইসলাম ও জাতির কল্যাণ নিশ্চিত হয় এমন ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান রহমান হামিদী জানান, শুরু থেকেই তাঁরা ইসলামি দলগুলোকে এক কাতারে আনার চেষ্টা করছেন; কিন্তু আধিপত্য বিস্তারের কারণে তা আর হয়ে ওঠেনি। আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলোর সমঝোতা ও ঐক্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যাশা করছেন এবারের উদ্যোগ ফলপ্রসূ হবে। তিনি বলেন, ইসলামি দলগুলো একজন করে প্রার্থী চূড়ান্ত করতে পারলে ভালো নির্বাচনি ফল আসবে। দেশবাসী সঠিক নেতৃত্ব পাবে।
খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু বলেন, আগামী নির্বাচন ঘিরে ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে তাঁরাই প্রথম উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে গেছেন। সমমনা ছয়টি দলের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। তিনি বলেন, আসনভিত্তিক নির্বাচনি ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আশা করেন ঐক্য হবে।
জানা যায়, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ এমনটা বিবেচনায় নিয়ে জামায়াতের নীতিনির্ধারকরা অন্যান্য ইসলামি দলের সঙ্গে একটি নির্বাচনি ঐক্য গড়তে চাইছেন। তবে নির্বাচনি ঐক্য গড়ার বিষয়টি এখনো দৃশ্যমান নয়। আগামী নির্বাচন সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে দফায় দফায় বৈঠক করছে। তারা ন্যূনতম একটি বিষয়ে এক হওয়ার চেষ্টা করছে। আশা করা হচ্ছে, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরপরই ইসলামি দলগুলোর আনুষ্ঠানিক প্ল্যাটফরমের ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত ১৫ আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরায়েজী আন্দোলন উল্লেখযোগ্য। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির আবু জাফর কাসেমী, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাসেমী, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলামসহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেন। এসব মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক দলের নেতারা জানান, ইসলামপন্থিদের মধ্যে একটি ঐক্য চায় জামায়াত, বিশেষ করে নির্বাচনি ঐক্য। এ লক্ষ্যে জামায়াত ইতোমধ্যে ইসলামি দলগুলোর সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে। এর মধ্য দিয়ে কার্যত কওমি ধারার আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক, সেটি কমেছে। তবে জামায়াত নেতারা মনে করছেন, ইসলামি দলগুলোর মধ্যে নির্বাচনি ঐক্য হবে কি না, সেটি নির্ভর করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ওপর। জামায়াতের পর ইসলামপন্থিদের সমর্থনের দিক থেকে এই দলটিকে গুরুত্বপূর্ণ ধরা হয়।
নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। আসন্ন নির্বাচনে ইসলামি দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা বলেন। রেজাউল করীম বলেন, যারা দেশের চেয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, তারা মুখরোচক সুন্দর সুন্দর কথা বলে অনেক আশা-আকাক্সক্ষা দেখিয়ে আমাদের বারবার ব্যবহার করেছে। আমাদের সিঁড়ি বানিয়ে ক্ষমতার মসনদে উঠেছে। তিনি বলেন, আমরা চাই, আমরা যেন আর ওই স্বার্থান্বেষী মহলের সিঁড়ি হিসেবে পরগাছা না হই।
এবার ইসলাম নামের গাছটা বাংলার জমিনে বটের চেয়েও মজবুত হয়ে সংসদের মসনদে বসবে। চরমোনাই পীর বলেন, দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে। দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।