বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২২ সালে বাংলা শিখতে এসেছিলেন রোমানিয়ার তরুণী মারিয়া কনস্তান্তিতা লেহেনে। ভাষা শেখার এই যাত্রা নিয়ে গতকাল কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে। বলেন, বাংলার মতো এত কঠিন ভাষা জীবনে শুনিনি। যে ব্যক্তি এত কঠিন ভাষা আবিষ্কার করেছেন, নিশ্চয় তিনি অনেক প্রতিভাবান ছিলেন। তবে এই কঠিন ভাষাকে সহজভাবে শেখার জন্য আমি রুপা চক্রবর্তী আর পায়েল ব্যানার্জির মতো কিছু শিক্ষক পেয়েছি। তাদের ধৈর্য, দয়াশীলতা, অনুপ্রেরণা আর উৎসাহ ছাড়া আমার পক্ষে বাংলা শেখা সহজ হতো না। তারা শুধু ক্লাসেই নয়, বাইরেও আমাকে শিখতে সাহায্য করেছেন। নিজের সন্তানের মতোই যত্ন সহকারে বাংলা শিখিয়েছেন তাঁরা। মাঝে মাঝে আমাকে নিয়ে যেতেন টিএসসিতে, শিঙ্গাড়া-চা খেতে। তাঁরা আমাকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতেন, ক্লাস ও ব্যক্তিগত বিষয়ে। এ ছাড়াও আমাকে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে নিমন্ত্রণও দিয়েছেন। নিজের পকেট থেকে খরচ করে আমাকে বইও কিনে দিতেন পড়ার জন্য। বাংলা শিখতে এসে ঢাবির দিনগুলোর স্মৃতিচারণা করে তিনি বলেন, আমার ক্লাসে কয়েকজন বিদেশি ছিল, বিশেষত চাইনিজ আর জাপানিজ। আমি চাইনিজ বা জাপানিজ কোনো ভাষাই পারি না। তারাও আমার মাতৃভাষা রোমেনিয়ান বলতে পারে না। তাই, আমাদের বাংলায় কথা বলতে হতো। যদি আমরা একসঙ্গে কোথাও যেতাম আমাদের অবশ্যই বাংলা ভাষা চর্চা করতে হতো। যখন বাংলাদেশি দোকানদার আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেখত তখন তারা অনেকসময় খুশি হয়ে দাম কমিয়ে দিত। টিএসসির মাল্টা চা আমার এখনো মনে পড়ে। পথশিশুরা আমাদের দেখে দৌড়ে এসে ফুল বিক্রি করতে চাইত। তাদের হাসি ভুলতে পারব না। আমার মেলায় ভ্রমণ অনেক ভালো লাগে। প্রায়ই মেলার কথা শুনলেই আমি দেখতে চলে যেতাম। বইমেলা, পিঠামেলা, বৃক্ষ মেলায় গিয়েছি। মেলায় গিয়ে মাঝে মাঝে টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছি। রোমানিয়াতে ফিরেও বাংলা শেখার মধ্যেই রয়েছেন জানিয়ে তিনি বলেন, এখনো শেখার মাঝেই আছি। শিখেছি যে ‘শেখার শেষ নেই’। সারা জীবন শিখতে থাকি। পাকা রাস্তা, পাকা পেঁপে, পাকা কথা শিখতে শিখতে আমার চুল পাকা হয়ে যাবে। সব কথা শেখার জন্য সময় লাগে, ধৈর্য লাগে আর নম্র থাকতে হয়। অনেক ভুল থাকবেই, মানুষ হাসবেও কিন্তু তাতে কিছু মনে করা যাবে না। এখনো কিছু বাংলা শব্দ দেখে আমি চিন্তা করি এটা কী, খাওয়া যায় না মাথায় দেয়। তার পরও বাংলা ভাষা শেখার যাত্রায় এগিয়ে যাচ্ছি। আজকের চেয়ে আগামীকাল আরও ভালো বাংলা বুঝতে ও বলতে পারব এটাই প্রত্যাশা।
শিরোনাম
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩৯, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলা শিখলেন রোমানীয় তরুণী
ছাব্বিরুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর