বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২২ সালে বাংলা শিখতে এসেছিলেন রোমানিয়ার তরুণী মারিয়া কনস্তান্তিতা লেহেনে। ভাষা শেখার এই যাত্রা নিয়ে গতকাল কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে। বলেন, বাংলার মতো এত কঠিন ভাষা জীবনে শুনিনি। যে ব্যক্তি এত কঠিন ভাষা আবিষ্কার করেছেন, নিশ্চয় তিনি অনেক প্রতিভাবান ছিলেন। তবে এই কঠিন ভাষাকে সহজভাবে শেখার জন্য আমি রুপা চক্রবর্তী আর পায়েল ব্যানার্জির মতো কিছু শিক্ষক পেয়েছি। তাদের ধৈর্য, দয়াশীলতা, অনুপ্রেরণা আর উৎসাহ ছাড়া আমার পক্ষে বাংলা শেখা সহজ হতো না। তারা শুধু ক্লাসেই নয়, বাইরেও আমাকে শিখতে সাহায্য করেছেন। নিজের সন্তানের মতোই যত্ন সহকারে বাংলা শিখিয়েছেন তাঁরা। মাঝে মাঝে আমাকে নিয়ে যেতেন টিএসসিতে, শিঙ্গাড়া-চা খেতে। তাঁরা আমাকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতেন, ক্লাস ও ব্যক্তিগত বিষয়ে। এ ছাড়াও আমাকে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে নিমন্ত্রণও দিয়েছেন। নিজের পকেট থেকে খরচ করে আমাকে বইও কিনে দিতেন পড়ার জন্য। বাংলা শিখতে এসে ঢাবির দিনগুলোর স্মৃতিচারণা করে তিনি বলেন, আমার ক্লাসে কয়েকজন বিদেশি ছিল, বিশেষত চাইনিজ আর জাপানিজ। আমি চাইনিজ বা জাপানিজ কোনো ভাষাই পারি না। তারাও আমার মাতৃভাষা রোমেনিয়ান বলতে পারে না। তাই, আমাদের বাংলায় কথা বলতে হতো। যদি আমরা একসঙ্গে কোথাও যেতাম আমাদের অবশ্যই বাংলা ভাষা চর্চা করতে হতো। যখন বাংলাদেশি দোকানদার আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেখত তখন তারা অনেকসময় খুশি হয়ে দাম কমিয়ে দিত। টিএসসির মাল্টা চা আমার এখনো মনে পড়ে। পথশিশুরা আমাদের দেখে দৌড়ে এসে ফুল বিক্রি করতে চাইত। তাদের হাসি ভুলতে পারব না। আমার মেলায় ভ্রমণ অনেক ভালো লাগে। প্রায়ই মেলার কথা শুনলেই আমি দেখতে চলে যেতাম। বইমেলা, পিঠামেলা, বৃক্ষ মেলায় গিয়েছি। মেলায় গিয়ে মাঝে মাঝে টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছি। রোমানিয়াতে ফিরেও বাংলা শেখার মধ্যেই রয়েছেন জানিয়ে তিনি বলেন, এখনো শেখার মাঝেই আছি। শিখেছি যে ‘শেখার শেষ নেই’। সারা জীবন শিখতে থাকি। পাকা রাস্তা, পাকা পেঁপে, পাকা কথা শিখতে শিখতে আমার চুল পাকা হয়ে যাবে। সব কথা শেখার জন্য সময় লাগে, ধৈর্য লাগে আর নম্র থাকতে হয়। অনেক ভুল থাকবেই, মানুষ হাসবেও কিন্তু তাতে কিছু মনে করা যাবে না। এখনো কিছু বাংলা শব্দ দেখে আমি চিন্তা করি এটা কী, খাওয়া যায় না মাথায় দেয়। তার পরও বাংলা ভাষা শেখার যাত্রায় এগিয়ে যাচ্ছি। আজকের চেয়ে আগামীকাল আরও ভালো বাংলা বুঝতে ও বলতে পারব এটাই প্রত্যাশা।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০০:৩৯, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলা শিখলেন রোমানীয় তরুণী
ছাব্বিরুল ইসলাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর