‘বিএনপির বার্তা খুব পরিষ্কার- আমরা উদার গণতান্ত্রিক দল। সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা সব সময় বলি শত ফুল ফুটুক। সুস্থ রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠুক। অর্থনৈতিক চিন্তা এগিয়ে নিতে চাই। উদার অর্থনৈতিক পদ্ধতিতে দেশ চলবে। প্রাইভেট ব্যবসা, মুক্তবাজার অর্থনীতি থাকবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। ’৭৫ সালেও ধ্বংসস্তূূপ থেকে বিএনপি দেশকে গড়ে তুলেছে। এবারও নতুন সুযোগ তৈরি হয়েছে, সেটি যেন আমরা না হারাই। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্র গঠন করতে পারি। ভারত প্রসঙ্গে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে দেশটির ভালো সম্পর্ক ছিল। কিন্তু ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি। তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে সেভাবে গুরুত্ব দেয়নি। আবার ৫ আগস্টের পর হাসিনাকে আশ্রয় দিয়েছে। এসব কারণে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা চাই অন্য দেশের সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক ভারতের সঙ্গেও তেমন থাকুক। সবার সঙ্গে বন্ধুত্ব ও সহযোগতামূলক সম্পর্ক চাই। ভালো সম্পর্ক রাখার জন্য ভারতেও উদ্যোগ নিতে হবে। হাসিনাকে ফেরত দেয়।
জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক পুরোপুরি কৌশলগত ও নির্বাচন কেন্দ্রিক। ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি। এখন বিএনপি কৌশলগত কারণে এককভাবে চলার নীতি গ্রহণ করেছে। দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে দখল-চাঁদাবাজির বিষয়ে মহাসচিব বলেন- আমরা ইতোমধ্যে সাড়ে ৪ হাজার কর্মীকে বহিষ্কার করেছি। চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ বা এর দায় বিএনপির ওপর আছে কি না সেটা ভিন্নভাবে দেখতে হবে। চলমান ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই বিএনপি এসব প্রশ্রয় দেয় না। বিএনপির এ শীর্ষ নেতা বলেন- দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করবে তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন কি না। এখন তার স্বাস্থ্য স্ট্যাবল। ভালো আছেন। নির্বাচনে প্রার্থী মনোনয়ের ক্ষেত্রে বিএনপি জনগণের নেতা হিসেবে যারা পরিচিত, যাদের ওপর জনগণের আস্থা আছে তাদের গুরুত্ব দেবে। এ বিষয়ে দলের একটি বোর্ড আছে। তারা সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন- বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ দলীয় শৃঙ্খলা রক্ষা করা। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেটা নিশ্চিত করতে পারাও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।