আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেড় শ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে ইইউ। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচন বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডেলিগেশন আমাদের সঙ্গে দেখা করে গেছেন। তাদের একটা অ্যাসেসমেন্ট টিম মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে পরিষ্কার হতে (ক্ল্যারিফিকেশন) চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে, তারা (ইইউ) আমাদের সঙ্গে একটা এমওইউ করবেন। এটি হবে ফরেন মিনিস্ট্রি, নির্বাচন কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এমওইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলগুলো আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে, তাদের প্রতি দলের সদস্য সংখ্যা কত হবে? এ সংখ্যা দেড় শর মতো হবে তারা আমাদের ধারণা দিয়েছেন। তবে দেড় শ পর্যবেক্ষকের সবাই একসঙ্গে আসবেন না বলেও জানিয়েছেন ইসি সচিব। ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা জানতে চেয়েছেন যে, পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না, জানান আখতার আহমেদ। ইসি সচিব আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে জোটের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত তারা থাকতে চায়, আমরা কীভাবে ফলাফল প্রকাশ করি এবং এই ফলাফলের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কি না এসব বিষয়ে কথা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষকের জন্য কেন এমওইউর প্রয়োজন হচ্ছে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তারা বলেছেন যেটা যে এটা একটা ওনাদের এসওপি, সে অনুযায়ী আমাদেরকে এমওইউর একটা খসড়া দিয়ে গেছেন।’
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা