রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে দেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানিতেও। একই সঙ্গে উন্নত প্রযুক্তির অভাবে রপ্তানিকারকরা সরাসরি পাট পণ্যের বিশ্ব বাজারও ধরতে পারছে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান বলছে, গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৮৫ দশমিক ৮৮ মিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ দশমিক ৬৫ শতাংশ কম। একই সময়ে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬০০ মিলিয়ন ডলার। ২১-২২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরেও ৫৯০ মিলিয়ন ডলারের রপ্তানি হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্ব মন্দায় পাটপণ্য রপ্তানি কমে গেছে। বাংলাদেশ থেকে সাধারণত কাঁচা পাট রপ্তানি হয়। দেশের পাট ও বস্ত্র কলগুলো ৬০-৭০ বছরের পুরনো। বর্তমান প্রযুক্তিনির্ভর পাটকল হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে মিল রেখে বাংলাদেশের রপ্তানিও বৃদ্ধি পেত। পাটশিল্প উন্নয়নে দেশে উন্নত মানের বীজ উৎপাদন করা প্রয়োজন। এ ছাড়া পাটের বাজার স্থিতিশীল রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে পাট উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে রপ্তানি বাড়বে, বিদেশি ক্রেতারাও পরিবেশবান্ধব পাটপণ্যে ফিরে আসবে। এ ছাড়া পাটশিল্পের উন্নয়নে পাটজাত পণ্যকে ২০২৩ সালের বর্ষপণ্য বা ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাট ২০২১-২২ অর্থবছরে ১১২৭.৬৩ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে। এর আগের বছর ২০২০-২১ এ ১১৬১.৪৮ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়। এতে দেখা যায় প্রতিবছর পাট রপ্তানি নিম্নমুখী হচ্ছে। ২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি কমেছে। আর গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছরের ডিসেম্বরে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার কমেছে। এ নিম্নমুখীর মধ্যেও ২০২২-২৩ অর্থবছরে ১২৮০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত নভেম্বরের ইপিবির তথ্য মতে দেখা যায়, কাঁচা পাট ও পাটজাত দ্রব্য খাতে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের রপ্তানি আয় হয়েছে ৪০৬.৬০ মিলিয়ন মার্কিন ডলার যা বিগত বছরের একই সময়ের ৪৫৬.৮৩ মিলিয়ন মার্কিন ডলার আয় অপেক্ষা ১১.০০% কম। উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.৮৫%।
শিরোনাম
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
পাটপণ্য রপ্তানিতে মন্দা
রাশেদ হোসাইন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর