কানাডার সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। এর মাধ্যমে দেশটির কনজারভেটিভ পার্টির ৯ বছরের শাসনের অবসান ঘটল। খবর বিবিসি ও রয়টার্সের।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় নিউফাউন্ডল্যান্ডে শুরু হয় এ ভোট। বিরতিহীনভাবে চলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়(বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা)।
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দেশটির পার্লামেন্টের মোট ৩৩৮টি আসনের মধ্যে ১৮৯টিতে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে ১০২টি আসনে।
দেশটির পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে ১৭০টি আসনের প্রয়োজন হয়। তাই ইতিমধ্যে সেটা নিশ্চিত করে ফেলেছে লিবারেল পার্টি।
প্রাথমিক এই ফলাফলের পরপরই নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রধান ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হার্পার। এখন থেকে পার্লামেন্টে তারা প্রধান বিরোধী দলে পরিণত হবেন। পার্লামেন্টে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল হতে যাচ্ছে ৫৪টি আসনে এগিয়ে থাকা বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি।
এবারের নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে কানাডা। এর আগে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন স্টিফেন হার্পার (৫৬)। তবে চতুর্থবারের যাত্রায় তিনি হোঁচট খেলেন। তাকে হটিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো (৪৩)।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব