ভারতের অর্থমন্ত্রী বিজেপি নেতা অরুণ জেটলির বিরুদ্ধে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিক্রেট অ্যাসোসিয়েশনে [ডিডিসিএ] দুর্নীতির অভিযোগ তদন্তে দিল্লি সরকার গঠিত তদন্ত কমিশন তার ২৪৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। যে অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল'র আম আদমির পক্ষ থেকে জেটলির বিরুদ্ধে তীব্র সমালোচনা এমনকি তার বাসভবন ঘিরে এএপির কর্মীরা বিক্ষোভ করেছিল অথচ এখন প্রতিবেদনে জেটলিকে 'ক্লিন চিট'ই দেয়া হলো। অর্থাৎ ডিডিসিএস'র প্রধান থাকাকালে অরুণ জেটলি কোনো রকম দুর্নীতি করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনটি প্রতিবেদনে তার নামও উল্লেখ করা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সরকার জেটলির বিরুদ্ধে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনে [ডিডিসিএ] দুর্নীতির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে বিচারপতি গোপাল সুব্রামানিয়ামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিশন গঠন করেছিল। এর প্রেক্ষিতেই আম অাদমির কেজরিওয়াল, সঞ্জয় সিং, রাঘব চাধা, আশুতোষ ও দীপক বাজপেয়ীর বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ১০ কোটি রুপির একটি মানহানির মামলাও করেছেন অরুণ জেটলি।
ডিডিসিএ'তে দুর্নীতির অভিযোগে অরুণ জেটলির পদত্যাগের দাবিও করা হয়েছিল এ্এপির পক্ষ থেকে। সেই দাবি অবশ্য শুরু থেকেই নাকচ করে দিয়েছিল ক্ষমতাসীন বিজেপি সরকার। ২০১৩ সাল পর্যন্ত জেটলি ডিডিসিএ'র প্রধানের দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/শরীফ