ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি মার্কেট এলাকায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং আহত হয়েছেন আরো ১০০ জন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এদিকে অন্য একটি খবরে বলা হয়েছে, বুধবার সকালে বিস্ফোরক বোঝাই এসইউভি গাড়িটি সদর সিটির এক ব্যস্ত বাজারে বিস্ফোরিত হয়। এটি বাজারের এক পার্লারের পাশেই রাখা ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন