একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ায় পাকিস্তান 'গভীরভাবে মর্মাহত' বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে আজ একথা জানানো হয়। খবর ডন অনলাইনের
পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফীস জাকারিয়া ওই বিবৃতিতে বলেন, 'ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী দলের নেতাদের হত্যা করে বিরোধীদলকে দমনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে গণতন্ত্রের অগ্রযাত্রার পরিপন্থি। '
বিবৃতিতে আরো বলা হয়, ' বাংলাদেশের জনগণের জন্য এটা দুর্ভাগ্যজনক যারা তাদের প্রতিনিধি হিসেবে নিজামীকে সংসদে নির্বাচিত করেছিল।'
উল্লেখ্য, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত জামায়াতের চার শীর্ষ নেতাকে একই ধরনের অপরাধে ফাঁসি দেয়া হলো।
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ