ভারতে সংসদ ভবন চত্বরে গাছে পাওয়া গেছে ঝুলন্ত মরদেহ। সঙ্গে মিলেছে একটি ৩০ পাতার সুইসাইড নোট। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সংসদ চত্বরের উচ্চনিরাপত্তা বলয়ে এহেন ঘটনায় প্রশ্ন উঠছে সংসদের নিরাপত্তা নিয়ে। ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এদিন সকালে নিরাপত্তারক্ষীরা গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহটি দেখতে পায়। পরনে ছিল নীল রঙের টি-শার্ট, জিনস ও পায়ে স্নিকার্স। মৃতের নাম রাম দয়াল ভার্মা। বয়স ৩৯ বছর। মধ্যপ্রদেশের শিবপুরের বাসিন্দা তিনি। দেহটি যেখানে উদ্ধার হয়েছে, তার কয়েক হাত দূরেই সংসদ ভবন। এছাড়াও নানা সরকারি অফিস বিল্ডিংও রয়েছে। অনতিদূরেই রাষ্ট্রপতি ভবন।
৩০ পাতার সুইসাইড নোটটি পড়ে জানা গেছে, মাথায় তার বিপুল ঋণের বোঝা। তাই আত্মহত্যা করা ছাড়া উপায় ছিল না। দেহের পাশে একটি ব্যাগও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সূত্র: এইসময়
বিডি-প্রতিদিন/এস আহমেদ