একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত-ই-ইসলামি বাংলাদেশ’র আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানী। শুধু তাই নয়, আগামীকাল ১৩ মে জুম্মাবারে নিজামীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ প্রার্থনা সভা ও জানাজার আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার নিজামীর ফাঁসির ঘটনায় শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানান হুরিয়ত চেয়ারম্যান গিলানি। এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
গিলানীর নির্দেশেই গতকাল কাশ্মীর উপত্যাকার বিভিন্ন অংশে নিজামীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গিলানীর ব্যক্তিগত সচিব পীর সইফুল্লাহ এবং হুরিয়তের শ্রীনগর জেলা সভাপতি মেহেরাজ উদ্দিনের যৌথ উদ্যোগে কাশ্মীরের হায়দারপোরা ও মসজিদ হামজা লালজচকে নিজামীর গায়েবানা জানাজা আদায় করেন হুরিয়ত নেতা আলতাফ আহমেদ শাহ, সাকির আহমেদ মির, মহম্মদ সৈয়দ, মহম্মদ আফজল লোন, হাজি রুস্তুম ভাট, মহম্মদ মকবুল প্রমুখ। জানাজা শেষে এক অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সরকারের আচরণের তীব্র নিন্দা জানান।
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ