উত্তেজনার খোরাক খুঁজতে বিপজ্জনক যৌন-জুয়ার নেশায় মজেছে টিনএজাররা। সাময়িক শারীরিক আনন্দ খুঁজতে গিয়ে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মারণরোগে। ইউরোপ থেকে লাতিন আমেরিকা হয়ে সারা বিশ্বে হু হু করে ছড়িয়ে পড়ছে মারাত্মক সেক্স-রুলেটের নেশা।
কী এই সেক্স-রুলেট?
এটা হল এক ধরণের সেক্স-পার্টি যেখানে উদ্দাম যৌনতাই মূল আকর্ষণ। কিন্তু অন্যান্য সেক্স-পার্টির চেয়ে সেক্স-রুলেট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখানে চলে সুরক্ষাবিহীন যৌনতার রমরমা। খেলার শর্ত অনুযায়ী, অবাধ যৌনতায় অংশগ্রহণকারীদের কোনও একজনের শরীরে থাকতে হবে মারাত্মক রোগের জীবাণু। তার সঙ্গে ওই পার্টির যে সদস্যের যৌন মিলন ঘটবে, তার শরীরে প্রবেশ করবে মারণরোগের জীবাণু। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, কোন ব্যক্তির দেহে সেই জীবাণু রয়েছে তা আগে থেকে জানানো হবে না। ফলে যে কেউ ওই পার্টিতে যোগ দিয়ে সংক্রামিত হতে পারেন।
জানা গেছে, অঘোষিত মৃত্যু পরোয়ানা নিয়ে এই আজব জুয়ার নেশায় আক্রান্ত হচ্ছে ইউরোপ-আমেরিকার তরুণ প্রজন্ম। এক রাতের ফূর্তির পুরস্কার হিসেবে শরীরে নিয়ে যাচ্ছে এইচআইভি, হেপাটাইটিস সি, ক্ল্যামিডিয়া ও গনোরিয়ার মতো যৌন সংক্রামক রোগ।
কিন্তু যৌনতার জন্য কেন এই ঝুঁকি? বিশেষজ্ঞদের ধারণা, এইডস চিকিত্সায় নিত্যনতুন গবেষণার সাফল্যই তাঁদের সাহসী করে তুলেছে। সমীক্ষায় জানা গেছে, টিনএজারদের ২৪% এইডস নিয়ে আতঙ্কে ভুগছেন না। তাঁদের বিশ্বাস, রোগ ধরা পড়লেও তা নিরাময় সম্ভব। এছাড়া ঝুঁকি যত মারাত্মক হয়, ততই তার প্রতি তীব্রতর হয় আকর্ষণ।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ