সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর কাছে একটি গ্রামের ক্লিনিকে মঙ্গলবার রাতে বিমান হামলায় চার চিকিৎসক নিহত ও একজন নার্স আহত হয়েছেন। ইউনিয়ন অব সিরিয়ান রিলিফ অর্গানাইজেশন (ইউওএসএসএম) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ক্লিনিকের কয়েকজন রোগীকে বিশেষ চিকিৎসা দিতে অন্যত্র নেয়ার জন্য তাদের দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্স দুটিতে তাদের চার কর্মী ছিলেন।
সিরিয়ার খান তুমান গ্রামে ওই ক্লিনিকে স্থানীয় সময় রাত ১১টায় হামলা চালানো হয়। এতে ক্লিনিকটি মাটির সাথে মিশে যায় এবং আরো মরদেহ ইট-পাথরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএসএসএম’র হাসপাতাল ও ট্রমা বিষয়ক পরিচালক আহমেদ দায়িস বলেন, বোমার আঘাতে তিনতলা ক্লিনিকটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এতে ঠিক কতজন মারা গেছেন তা এখনও জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বিশ্বের মধ্যে সিরিয়া স্বাস্থ্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। গত বছর দেশটির বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে মোট ১৩৫ দফা হামলা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম