মাত্র তিনদিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রধান দুই প্রার্থীর প্রেসিডেন্সিয়াল বিতর্ক। আর এই টেলিভিশন বিতর্কের আগেই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে খোঁচা দিলেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারিকে ভালোভাবে ঘুমিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার হিলারিকে কোনো প্রচারণায় যোগ দিতে দেখা যায়নি। এতে ৬৮ বছর বয়সী হিলারিকে ব্যঙ্গ করে ৭০ বছরের ট্রাম্প বলেন, ‘আজ তার (হিলারির) ছুটির দিন।’
এতে করে দেখা যাচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে হিলারিকে স্বাস্থ্য নিয়ে খোঁচা দেয়ার কোনো সুযোগই যেন হাতছাড়া করছেন না ট্রাম্প।
বিডি-প্রতিদিন/এ মজুমদার