উরিকাণ্ডে হতাহতের ঘটনায় বিশ্বে কোণঠাসা পাকিস্তান। সেই কাশ্মীরের ওপর নির্ভর করেই জাতিসংঘের সাধারণ সভায় মুখ বাঁচানোর চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এদিন তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।
জাতিসংঘের সাধারণ সভায় ভারতের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন নওয়াজ শরীফ। নওয়াজ জানান, উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের সব তথ্য প্রমাণ তার হাতে রয়েছে। তিনি চাইলেই জাতিসংঘে তার প্রমাণ দিতে পারবেন। কাশ্মীরে ভারতীয় সেনার অত্যাচার নিয়ে জাতিসংঘের তদন্ত দাবিও করেছেন নওয়াজ শরীফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, উপত্যকায় সেনা প্রত্যাহার নিয়ে পূর্বশর্ত ছাড়া সব আলোচনায় রাজি পাকিস্তান। এমনকি ভারতের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের চুক্তিও করতে পারেন তারা। তবে, পাকিস্তানই কাশ্মীরের আসল প্রতিনিধি। কাশ্মীরিদের আন্দোলন বৈধ। পাকিস্তান এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করে। সূত্র : জিনিউজ
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা