সিরিয়ায় পুনরায় ত্রাণবাহী গাড়িবহর পাঠাতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে। এর আগে সোমবার জাতিসংঘের একটি ত্রাণবহরে ভয়াবহ হামলার পর ত্রাণ কার্যক্রম স্থগিত করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্ট্যাফান ডি মিস্টুরা বলেছেন, ত্রাণবাহী ট্রাকগুলো কোনো কোনো এলাকায় ‘খুব সতর্কতার সঙ্গে’ পুনরায় ত্রাণ তৎপরতা শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র চলমান অস্ত্রবিরতি অব্যাহত রাখতে সিরিয়ার প্রধান প্রধান এলাকাগুলোতে কোনো ধরনের বিমান উড্ডয়ন না করার জন্য আহ্বান জানিয়েছে।
নিউইয়র্কে আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলো এ ব্যাপারে আজ বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হয়ে আলোচনা করবে।
জাতিসংঘের ত্রাণবহরে ওই ভয়াবহ বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা আলেপ্পোর কাছে ত্রাণবহরে এই হামলার জন্য রুশ বিমান দায়ী বলে বিশ্বাস করেন। কিন্তু রাশিয়া দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম