ক্ষমতায় গেলে ইরাক ও ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকার তেলসম্পদ দখল করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে সম্প্রতি এ ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত এ প্রার্থী ।
ট্রাম্পের মতে, এটা কেড়ে নেয়া না, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয়ের পরিবর্তে অর্জন। চলতি মাসেই ট্রাম্প দাবি করেন, ইরাক যুদ্ধের বিনিময়ে প্রাপ্তি হবে তেলসম্পদটা।
ট্রাম্প বলেন, আমরা গেলাম, খরচ করলাম তিন ট্রিলিয়ন ডলার। হারালাম হাজার হাজার জীবন। এরপর... কী ঘটবে আমরা কিছু না পেলে? আপনারা জানেন, জয়ী হওয়া মানে প্রতিপক্ষকে সর্বস্বান্ত করে দেয়া।
ট্রাম্প বলেন, আইএসের কাছ থেকে তেল কেড়ে নিলে সুবিধাটা হচ্ছে, এরা আর নিজেদের চালাতে পারবে না। আর আমি এভাবে ইরাকের তেলও ফেলে রাখতে পারি না। কারণ এটা দখল না করলে তা ইরানের কাছে যাবে।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা