চোরাচালানির দায়ে গ্রেফতার হওয়া দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি গণমাধ্যমে শুক্রবার এ খবর প্রকাশ করা হয়।
ওই দুই পাকিস্তানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা নিজেদের শরীরের ভেতরে বিপুল পরিমাণ হেরোয়িন পাচারের উদ্দেশ্যে বহন করছিল। ওই দু্ই পাকিস্তানির নাম হলো- বাশারত আলি ফারজান্দ ও আব্দুলাজিজ আল-রহমান জারয়ের খান।
আপিল ও সুপ্রীম কোর্টের নির্দেশ ও রাজকীয় আদেশে সম্প্রতি রিয়াদ জাস্টিস স্কয়ারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র : আরব নিউজ
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা