উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে খুন করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এ খবর জানিয়েছেন। তিনি জানান, তার দেশের প্রতিরক্ষা বাহিনী উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে খুন করতে প্রস্তুত। যখন মনে হবে কিম জং উন তার দেশের জন্য হুমকিস্বরূপ তখনই তারা এটা কার্যকর করবে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হা মিন-কু বলেন, হ্যাঁ, আমাদের এমন পরিকল্পনা আছে। এই ধারনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে উন্নতমানের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যার মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করার পাশপাশি তাদের নেতৃত্ব থেকেও রেহাই পাওয়া যায়।
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা